Vicky Kaushal: বাবা শ্যামকে নিয়ে পরিবারের গোপণ কথা ফাঁস করলেন ভিকি কৌশল, দেখুন

মুম্বইতে এসে শ্যাম কৌশল বলিউডে অ্যাকশন ডিরেক্টর হিসেবে নিজের কেরিয়ার গড়ে তোলেন। রাজ শামানি নামে একজনের পডকাস্টে হাজির হয়ে বাবার প্রথম জীবন নিয়ে কথা বলতে শোনা যায় ভিকি কৌশলকে।

Vicky Kaushal With Family.jpg (Photo Credit: Instagram)

মুম্বই, ১৭ জুলাই: ভিকি কৌশল (Vicky Kaushal) প্রকাশ্যে আনলেন তাঁর পরিবারের এক না জানা কাহিনী। যেখানে ভিকি জানান, যখন তাঁর বাবা শ্যাম কৌশল (Sham Kaushal) জীবনে নিজের পায়ে দাঁড়াতে লড়াই করেছন, সেই সময় তিনি বার বার পর্যুদস্ত হতে থাকেন। ব্যার্থতা মেনে নিতে না পেরে, ওই সময় শ্যাম কৌশল পাঞ্জাবে (Punjab) নিজের বাড়িতে আত্মহত্যা করবেন বলে স্থির করেন। ছেলের মনের কথা বুঝতে পেরে ভিকির দাদু শ্যাম কৌশলকে মুম্বইতে (Mumbai) পাঠান কেরিয়ার গড়তে।

এরপর মুম্বইতে এসে শ্যাম কৌশল বলিউডে অ্যাকশন ডিরেক্টর হিসেবে নিজের কেরিয়ার গড়ে তোলেন। রাজ শামানি নামে একজনের পডকাস্টে হাজির হয়ে বাবার প্রথম জীবন নিয়ে কথা বলতে শোনা যায় ভিকি কৌশলকে।

ভিকি কৌশল আরও জানান,  ১৯৭৮ সালে শ্যাম কৌশল মুম্বইতে হাজির হন। ওই সময় ইংরেজিতে স্নাতক হয়েও কোনও চাকরি পাননি শ্যাম কৌশল। চাকরিহীন অবস্থায় একদিন বন্ধুদের সঙ্গে মদ্যাপান করতে গিয়ে শ্যাম জানান, নিজের জীবন শেষ করতে চান। যা জানতে পেরে শ্যাম কৌশলের বাবা ছেলেকে মুম্বইতে পাঠিয়ে দেন বলে জানান ভিকি।



@endif