Vicky Kaushal With Shah Rukh Khan: শাহরুখের পাশে দাঁড়িয়ে ছোট্ট ভিকি কৌশল, পুরনো ছবি দেখে আপ্লুত নেট জনতা

২০০১ সালে 'অশোকা' মুক্তি পায়। শ্যুটিংয়ের সময় তখনকার পুরনো ছবি শেয়ার করলেন ভিকি কৌশলের বাবা। যা দেখে আপ্লুত শাহরুখ, ভিকির অসংখ্য অনুরাগী।

Shah Rukh Khan, Vicky Kaushal (Photo Credit: Instagram)

মুম্বই, ৭ অক্টোবর:  'অশোকার' সেটে শাহরুখ খানের (Shah Rukh Khan) পাশে দা়ড়িয়ে রয়েছে ছোট্ট ছেলে। হাসি মুখে অশোকার সেটে দাড়িয়ে থাকা সেই ছেলেটির সঙ্গে পরিচয় করান ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল (Sham Kaushal)। শ্যাম জানান, শাহরুখ খান যখন অশোকার শ্যুট করছিলেন, সেই সময় তিনি সেটে ভিকিকে নিয়ে যান। অষ্টম শ্রেণিতে পড়া ভিকি তাই শাহরুখের পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তোলেন। বর্তমানে 'উরি'-র জন্য ভিকি যখন জাতীয় পুরস্কার পান, তারপর সেই পুরনো মূল্যবান ছবি শেয়ার করেন শ্যাম কৌশল।

২০০১ সালে 'অশোকা' মুক্তি পায়। শ্যুটিংয়ের সময় তখনকার পুরনো ছবি শেয়ার করলেন ভিকি কৌশলের বাবা। যা দেখে আপ্লুত শাহরুখ, ভিকির অসংখ্য অনুরাগী।

 

 

View this post on Instagram

 

সম্প্রতি ক্যাটরিনা কাইফের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল (Vicky Kaushal)। রাজস্থানে দুই পরিবার এবং আত্মীয়দের নিয়ে সাতপাকে বাঁদা পড়েন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল।  বিয়ের পর থেকে শ্যুটিং হোক কিংবা ঘুরতে যাওয়া, ক্যাটরিনার পাশে সব সময় হাসি মুখে দেখা যায় ভিকিকে।



@endif