Jaya Prada: কর্মীদের ESI-এর টাকা জমা না দেওয়ার জের, জেলের সাজা বর্ষীয়ান অভিনেত্রী জয়াপ্রদার
কর্মীদের কাছ থেকে ইএসআইয়ের টাকা কাটলেও সরকারের ঘরে জমা দেননি। এই অভিযোগে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ জয়াপ্রদার নামে মামলা হয়েছিল চেন্নাইয়ের একটি আদালতে।
চেন্নাই: কর্মীদের কাছ থেকে ইএসআইয়ের (ESI) টাকা কাটলেও সরকারের ঘরে জমা দেননি। এই অভিযোগে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ জয়াপ্রদার (Veteran bollywood Actress Jaya Prada) নামে মামলা হয়েছিল চেন্নাইয়ের একটি আদালতে (Chennai Court)। বেশ কয়েক বছর আগে দায়ের হওয়া ওই মামলার রায় ঘোষণা হল শুক্রবার। জয়াপ্রদা ও তাঁর দুই ব্যবসায়িক পার্টনার রাম কুমার এবং রাজা বাবুকে ৬ মাসের জেলের সাজা (Jail Sentence) শোনাল আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা (Fine) জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
চেন্নাইয়ে জয়াপ্রদা ও তাঁর পার্টনারদের একটি সিনেমা হল ছিল চেন্নাইয়ে। কয়েক বছর আগে লাভ না হওয়ার কারণে হলটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু, কিছুদিন পরে ওই সিনেমা হলের কর্মচারীরা আদালতে মামলা করেন যে জয়াপ্রদা তাঁদের মাইনে থেকে ইএসআইয়ের টাকা প্রতিমাসে কেটে নিলেও তা সরকারের ঘরে জমা করেনি। বিষয়টি মিটিয়ে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে আদালতে মামলাটি খারিজ করার আবেদন জানান অভিনেত্রী। যদিও তাঁর এই আবেদনের বিরোধিতা করা হয় তামিলনাড়ু সরকারের শ্রম দফতরের পক্ষ থেকে।
শুক্রবার সেই মামলার শুনানি শেষ হওয়ার পর অভিনেত্রী ও তাঁর দুই ব্যবসায়িক পার্টনারকে দোষীসাব্যস্ত করে জেলের সাজা ও জরিমানা করেন চেন্নাইয়ের আদালতের বিচারক। আরও পড়ুন: Gadar 2 Box Office: প্রথম দিনে বক্স অফিসে ঝড় গদর টু-র, তারা সিংয়ে মজেছে কলকাতাও