Varun Dhawan: 'অনুমতি' ছাড়াই হলিউড নায়িকাকে কোলে তুলে চুম্বন, চরম কটাক্ষের মুখে বরুণ ধাওয়ান

নিজের সমালোচনায় চুপ থাকলেন না বরুণ। টুইটারবাসীর কটাক্ষের মোক্ষম জবাব দিলেন অভিনেতা।

Varun Dhawan (Photo Credits: Facebook)

মুম্বই, ২ এপ্রিলঃ নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (Nita Mukesh Ambani Cultural Centre) উদ্বোধনী অনুষ্ঠানের শোভা বাড়িয়ে তুলেছিল বলিউড এবং হলিউড তারকারা। দ্বিতীয় দিনে তারকাদের জমজমাট পারফর্মেন্স মঞ্চে একেবারে আগুন লাগিয়ে দিয়েছে। জমকালো এই অনুষ্ঠানের ছবি, ভিডিয়ো ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আম্বানিদের সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মঞ্চে পারফর্ম করতে উঠে নেটাগরিকের কটাক্ষের মুখে পড়তে হল বরুণ ধাওয়ানকে (Varun Dhawan)।

হলিউড তারকা গিগি হাডিডকে (Gigi Hadid) মঞ্চে ডেকে কোলে তুলে গালে চুম্বন করেন বরুণ ধাওয়ান। সেই ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়ায় হুলুস্থুলু। অভিনেতাকে নিয়ে সমালোচনার ঝড়। অনুমতি ছাড়া কেন একজন মেয়েকে এভাবে স্পর্শ করবেন কোন পুরুষ, তা নিয়ে বরুণকে ঘিরে তীর্যক মন্তব্য ধেয়ে আসতে থাকে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (Nita Mukesh Ambani Cultural Centre) উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে হলিউড অভিনেত্রীকে বরুণের চুম্বন প্রসঙ্গে এক নেটাগরিক টুইট করে লেখেন, ‘একজন মহিলা কোথাও কারুর কাছেই সুরক্ষিত নয়। তা সে আপনি গিগি হাডিডই হন না কেন। যাকে উচ্চবিত্ত শ্রেণীর পার্টিতে আমন্ত্রণ করা হয়। এবং অনায়াসে বরুণ ধাওয়ানের মত কেউ অনুমতি ছাড়াই কোলে তুলে চুম্বন করে’।

Varun Dhawan Twitter (Photo Credits: Twitter)

তবে নিজের সমালোচনায় চুপ থাকলেন না বরুণ (Varun Dhawan)। টুইটারবাসীর কটাক্ষের মোক্ষম জবাব দিলেন অভিনেতা। এবং সমস্ত নিন্দুকের মুখ বন্ধ করে তিনি জানালেন, তাঁর পারফর্মেন্সের মাঝে গিগি হাডিডকে মঞ্চে ডাকা এবং কোলে তোলা সবটাই ছিল পূর্ব পরিকল্পিত।