Valentine's Day 2022: 'অর্জুন শুধু আমার', প্রেম দিবসে লিখলেন মালাইকা
সম্প্রতি মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। তবে গুঞ্জন যতই শুরু হোক না কেন, এ বিষয়ে কোনও মন্তব্য করেননি মাল্লা। তবে বলিউড জুড়ে যখন তাঁদের সম্পর্ক নিয়ে বার বার প্রশ্ন উঠতে শুরু করে, সেই সময় অর্জুন কাপুর মুখ খোলেন। মাল্লার সঙ্গে তাঁর সম্পর্ক একই রকম রয়েছে বলে জানান অভিনেতা।
মুম্বই, ১৪ ফেব্রুয়ারি: প্রেম দিবসে (Valentine's Day 2022) নতুন ছবি শেয়ার করলেন মালাইকা অরোরা (Malaika Arora)। যেখানে অর্জুন কাপুরকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায় মালাইকাকে। শুধু তাই নয়, অর্জুনকে আলিঙ্গন করে 'মাইন' লিখতেও দেখা যায় মালাইকাকে। বয়সের পার্থক্য হলেও, অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে মালাইকা অরোরার সম্পর্ক যে অটুট, তা বার বার প্রকাশ্যে আসছে। দেখুন মালাইকার পোস্ট...
View this post on Instagram
সম্প্রতি মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। তবে গুঞ্জন যতই শুরু হোক না কেন, এ বিষয়ে কোনও মন্তব্য করেননি মাল্লা। তবে বলিউড জুড়ে যখন তাঁদের সম্পর্ক নিয়ে বার বার প্রশ্ন উঠতে শুরু করে, সেই সময় অর্জুন কাপুর মুখ খোলেন। মাল্লার সঙ্গে তাঁর সম্পর্ক একই রকম রয়েছে বলে জানান অভিনেতা।
তবে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা কবে বিয়ে করছেন, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেই রয়েছেন দুই তারকা।