Uorfi Javed On Religion: 'হিন্দু, মুসলিম নয়, আমরা শুধু ভারতীয়', বললেন ঊরফি জাভেদ
ঊরফি বলেন, দেশের প্রত্যেকটি মানুষের একে অপরের প্রতি সম্মান দেখানো উচিত। যখন কেউ বিদেশে যান, তখন তাঁর পরিচয় হওয়া উচিত শুধুমাত্র ভারতীয় হিসেবে। হিন্দু ভারতীয়, মুসলিম ভারতীয় হিসেবে যাতে কেউ পরিচিত না হন বিদেশে মাটিতে, সেই মত প্রকাশ করেন ঊরফি জাভেদ।
মুম্বই, ৩১ জানুয়ারি: বেশ কিছুদিন ধরেই ঊরফি জাভেদকে (Uorfi Javed) নিয়ে বিতর্ক অব্যাহত। কখনও ঊরফির পোশাক নিয়ে বিতর্ক, আবারকখনও ধর্ম নিয়ে অভিনেত্রীর মত প্রকাশকে ভাল নজরে দেখেননি অনেকে। সবকিছু মিলিয়ে ঊরফি জাভেদের পোশাকের মতই অভিনেত্রীর চাঁচাছোলা মন্তব্য ঘিরে জোরদার বিতর্ক ছড়িয়েছে। তবে ধর্ম এবং রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক না কেন, প্রত্যেকের একে অপরের প্রতি সম্মান দেখানোই শ্রেয়। এবার কার্যত বিতর্কের উর্দ্ধে উঠে এমনই মন্তব্য করলেন ঊরফি জাভেদ। ঊরফি বলেন, দেশের প্রত্যেকটি মানুষের একে অপরের প্রতি সম্মান দেখানো উচিত। যখন কেউ বিদেশে যান, তখন তাঁর পরিচয় হওয়া উচিত শুধুমাত্র ভারতীয় হিসেবে। হিন্দু (Hindu) ভারতীয়, মুসলিম (Muslim) ভারতীয় হিসেবে যাতে কেউ পরিচিত না হন বিদেশে মাটিতে, সেই মত প্রকাশ করেন ঊরফি জাভেদ। তাঁর কথা প্রত্যেকে যাতে বুঝতে পারেন, সে বিষয়ে আশা প্রকাশ করেন মডেল অভিনেত্রী।
আরও পড়ুন: Uorfi Javed On Religion Video: 'আমি কি ইসলামের ঠেকা নিয়ে বসে আছি?' ধর্ম নিয়ে সরব ঊরফি জাভেদ
সম্প্রতি পাঠানের (Pathaan) দেদার সাফল্যের পর কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) সঙ্গে ঊরফি জাভেদের মত পার্থক্য শুরু হয়। শিল্পীর বিচার তাঁর শিল্প দিয়েই হওয়া উচিত। শিল্পীর ধর্ম নিয়ে যাতে কেউ টানাটানি না করেন, সে বিষয়ে মত প্রকাশ করেন ঊরফি জাভেদ।