Tunisha Sharma Death: ধর্ম ভিন্ন, শ্রদ্ধা ওয়ালকরের খুনের পরই তুনিশার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত, দাবি 'প্রেমিক' শেহজানের

শেহজান খানের দাবি, শ্রদ্ধা ওয়ালকরের মৃত্যুর পর তিনি তুনিশার সঙ্গে বিচ্ছেদ চান। তাঁর সঙ্গে তুনিশার বয়সের বিস্তর ফারাক এবং ধর্মীয় জটিলতার কারণেই তিনি বিচ্ছেদের রাস্তায় হাঁটেন।

Tunisha Sharma, Sheezan Khan, Shraddha Walker (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ ডিসেম্বর: অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুর পর তাঁর 'প্রাক্তন' প্রেমিক শেহজান খানের (Sheezan Khan) দিকে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। শেহজান খান তুনিশাকে ছেড়ে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে প্রয়াত অভিনেত্রীর মায়ের দাবি। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। ফলে তুনিশার মৃত্যুর পর শেহজান খানের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠায়, তাঁকে ৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন: Tunisha Sharma Death: ‘আমার মেয়েকে ঠকিয়েছে শেহজান, ওর শাস্তি চাই’ বিস্ফোরক প্রয়াত অভিনেত্রীর মা

এদিকে শেহজান খানের দাবি, শ্রদ্ধা ওয়ালকরের (Shraddha Walker) মৃত্যুর পর তিনি তুনিশার সঙ্গে বিচ্ছেদ চান। তাঁর সঙ্গে তুনিশার বয়সের বিস্তর ফারাক এবং ধর্মীয় জটিলতার কারণেই তিনি বিচ্ছেদের রাস্তায় হাঁটেন। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর তুনিশা আরও একবার আত্মহত্যা করতে যান।  ওই সময় তিনিই তুনিশার প্রাণ রক্ষা করেন এবং প্রয়াত অভিনেত্রীর মাকে সাবধান করেন বলে নিজের জবানবন্দিতে দাবি করেন শেহজান। তুনিশা শর্মার সঙ্গে তাঁর ধর্মে ফারাক থাকাতেই শ্রদ্ধা ওয়ালকর খুনের পর তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে দাবি শেহজানের।

প্রসঙ্গত মুম্বইয়ের জে জে হাসপাতালে তুনিশার শর্মার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।ময়নাতদন্তের পর জানানো হয়, তুনিশা শর্মার মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়েই। পাশাপাশি তুনিশা অন্তঃসত্ত্বা ছিলেন না বলে স্পষ্ট জানানো হয় চিকিৎসকদের তরফে।