Aishwarya Rai - Abhishek Bachchan: ঐশ্বর্য-অভিষেকের সংসারে ভাঙন? জোর গুঞ্জন বি টাউনে

শোনা যাচ্ছে, শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতার সঙ্গে মনোমালিন্যের জেরে ঐশ্বর্য নাকি মেয়েকে নিয়ে পৃথক থাকছেন। সেই গুঞ্জনে ঘৃতাহুতি পড়ে আম্বানিদের অনুষ্ঠানে ঐশ্বর্যর পাশে অভিষেকের দেখা মেলায়। যদিও বলিউডের পাওয়ার কাপল এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

Aishwarya Rai, Abhishek Bachchan (Photo Credit: Instagram)

মুম্বই, ৭ এপ্রিল: রণবীর সিং (Ranveer Singh)-দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)বিচ্ছেদ হতে পারে। এমন গুঞ্জনের পর এবার ফের অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। সম্প্রতি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের অনুষ্ঠানে মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হন ঐশ্বর্য। অভিষেক আম্বানিদের অনুষ্ঠানে হাজির হননি। ঐশ্বর্যর পাশে অভিষেকের দেখা না মেলায়, বলিউডের জনপ্রিয় জুটির বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও অভিষেক বচ্চন কিংবা ঐশ্বর্য রাই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। শোনা যাচ্ছে, শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতার সঙ্গে মনোমালিন্যের জেরে ঐশ্বর্য নাকি মেয়েকে নিয়ে পৃথক থাকছেন। সেই গুঞ্জনে ঘৃতাহুতি পড়ে আম্বানিদের অনুষ্ঠানে ঐশ্বর্যর ( Aishwarya Rai ) পাশে অভিষেকের (Abhishek Bachchan) দেখা মেলায়। যদিও বলিউডের 'পাওয়ার কাপল' এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: মডেলিং করে ১৯৯২ সালে কত পারিশ্রমিক পেতেন ঐশ্বর্য, দেখুন

এই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে একবার ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন দানা বাঁধতে শুরু করে। যা উড়িয়ে দিয়ে ট্যুইট করেন অভিষেক। তাঁর বিচ্ছেদ হচ্ছে, এ কথা তিনিই জানেন না। এমন যদি কিছু ঘটে, তাহলে যেন তাঁকে জানানো হয় বলে সমালোচকদের একহাত নেন অভিষেক বচ্চন।

২০২৪ সালের পর ৯ বছরের মাথায় এবার ফের ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চনের সংসারে ভাঙন ধরেছে বলে খবর ছড়ায়। তবে বলিউডের এই জনপ্রিয় জুটি এ বিষয়ে কোনও মন্তব্যই করেননি এখনও পর্যন্ত।