Bipasha Basu On Ameesha Patel's Video: বলিউডে টক্কর, 'আমিশা বড্ড ছোট', কটাক্ষের কড়া জবাব বিপাশার
করণ জোহরের টক শোয়ে বিপাশা হাজির হলে, আমিশার কাটক্ষের প্রসঙ্গে উত্থাপন করেন পরিচালক। যা শুনে হাসি মুখেই তার পালটা জবাব দেন বিপাশা বসু।
মুম্বই, ৩ জুলাই: জিসম মুক্তি পাওয়ার পর যখন বিপাশা বসু এবং জন আব্রাহামের পর্দার রসায়ন নিয়ে সরগরম পেজ থ্রির পাতা, সেই সময় বাঙালি-কন্যার শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করেন আমিশা প্যাটেল। বিপাশার শরীরের নিম্নাংশ বিস্তৃত বলে কটাক্ষ করেন 'কহো না প্যার হ্যায়'-খ্যত অভিনেত্রী। করণ জোহরের টক শোয়ে বিপাশা হাজির হলে, আমিশার কাটক্ষের প্রসঙ্গে উত্থাপন করেন পরিচালক। যা শুনে হাসি মুখেই তার পালটা জবাব দেন বিপাশা বসু। তিনি বলেন, জিসম-এর মত সিনেমায় অভিনয় করতে গেলে যে ধরনের শারীরিক সৌন্দর্যের প্রয়োজন এবং ব্যক্তিত্ব জরুরি, তা আমিশার নেই। আমিশা একটু বেশিই ছোট। তাই তিনি কোনওভাবে জিসমের মত ছবিতে অভিনয় করতে পারবেন না বলে মন্তব্য করেন বিপাশা।
পাশাপাশি তাঁর 'হিপস' বড় বলে আমিশা কার্যত তাঁর প্রশংসাই করেছেন বলেও মন্তব্য করেন বিপাশা। সেই ভিডিয়ো...
View this post on Instagram