Pathaan: এই শুক্রবার পাঠান ডে, INOX-এ মাত্র ১১০ টাকায় দেখুন পাঠান
মুম্বই, ১৬ ফেব্রুয়ারিঃ পাঠান (Pathaan) এর জগৎ জোড়া সাফাল্য হিন্দি সিনেমার ইতিহাসে নয়া রেকর্ড সৃষ্টি করেছে। ২২ দিনে দেশ জুড়ে ৫০০ কোটি টাকার ব্যবসার ঘর পার করে ফেলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) পাঠান। ভক্তদের অফুরন্ত ভালোবাসার বৃষ্টি ঝরছে ছবির উপর। তাই এবার নির্মাতাদের পালা। পাঠান এর প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস ১৭ ফেব্রুয়ারি শুক্রবারকে ‘পাঠান ডে’ (Pathaan Day) হিসাবে ঘোষণা করলেন। দেশের সমস্ত বড় বড় প্রেক্ষাগৃহ গুলোতে এদিন মাত্র ১১০ টাকার টিকিট কেটে পাঠান দেখতে পারবেন যে কেউ।
আরও পড়ুনঃআরও সস্তা হচ্ছে পাঠান-এর টিকিট
‘দিস ফ্রাইডে ইজ পাঠান ডে’ ঘোষণা করেছেন যশ রাজ ফিল্মস (Yash Raj Films)। আইনক্স (INOX) থেকে শুরু করে পিভিআর (PVR), সিনেপলিস (Cinepolis) সহ দেশের সমস্ত প্রেক্ষাগৃহে এদিন পাঠানের সকল শো’য়ের টিকিট মূল্য থাকবে মাত্র ১১০ টাকা। জানিয়ে দিয়েছে পাঠান এর প্রযোজনা সংস্থা।
পাঠান ডেঃ
গত ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পাঠান (Pathaan)। কেবল দেশেই নয়, বিদেশের পাঠান এর জয়জয়কার। ২২ দিনে ছবির বিশ্বব্যাপী মোট ব্যবসার ছাড়িয়েছে ৯৬০ কোটি টাকা। ১০০০ কোটির ঘরে ছুঁইছুঁই পাঠানের যাত্রা।
দিন কয়েক আগেই ছবির প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল পাঠান এর টিকিট মূল্য সস্তা করে দেওয়া হচ্ছে। সপ্তাহের বাকি দিনের মত সপ্তাহান্তেও একই মূল্যে টিকিট মিলবে। সপ্তাহান্তে বেশি মূল্য দিয়ে পাঠানের টিকিট কাটার চিন্তা থাকবে না আর। আরও বেশি পরিমাণ দর্শকের কাছে পৌঁছতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল যশ রাজ ফিল্মস। আর এবার গোটা একটা দিনই পাঠান ডে হিসাবে ঘোষণা করে দেওয়া হল।