RIP Sushant Singh Rajput: কোভিডে নয় আত্মহননেই মৃত সুশান্ত সিং রাজপুত, ময়নাতদন্তের রিপোর্ট
কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন না অভিনেতা সুশান্ত সিং রাজপুত (৩৪) (Sushant Singh Rajput)। গলায় ফাঁসের জেরেই তাঁর মৃত্যু হয়েছে। সোমবার ময়নাতদন্তের রিপোর্ট মৃত্যুর কারণ নিশ্চিত করল। রবিবার মুম্বইয়ের বান্দ্রায় নিজের আবাসনেই অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জুহু-র কুপার হাসপাতালে সুশান্ত সিং রাজপুতের দেহের ময়নাতদন্ত হয়েছে। তবে কোবইড-১৯ টেস্ট হয়েছিল, তাতে রিপোর্ট নেগেটিভ এসেছে। ড্রাইভ ও চিচোঁড়ে ছবিতে সুশান্ত সিং রাজপুতকে শেষবার দেখা গিয়েছে। টিভি ধারাবাহিক ‘পবিত্র রিশতা’-র হাত ধরেই বলিউডে প্রবেশ সুশান্তের। ‘কাই পো ছে’ সিনেমার সূত্রেই বি-টাউনে পরিচিত নাম হয়ে ওঠেন তিনি। এর পর বেশ কয়েকটি ছবিতে মারাকাটারি অভিনয় করে খুব অল্পদিনেই অনুরাগী মহলে জায়গা করে নেন সুশান্ত সিং রাজপুত।
কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন না অভিনেতা সুশান্ত সিং রাজপুত (৩৪) (Sushant Singh Rajput)। গলায় ফাঁসের জেরেই তাঁর মৃত্যু হয়েছে। সোমবার ময়নাতদন্তের রিপোর্ট মৃত্যুর কারণ নিশ্চিত করল। রবিবার মুম্বইয়ের বান্দ্রায় নিজের আবাসনেই অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জুহু-র কুপার হাসপাতালে সুশান্ত সিং রাজপুতের দেহের ময়নাতদন্ত হয়েছে। তবে কোভিড-১৯ টেস্ট হয়েছিল, তাতে রিপোর্ট নেগেটিভ এসেছে। ড্রাইভ ও চিচোঁড়ে ছবিতে সুশান্ত সিং রাজপুতকে শেষবার দেখা গিয়েছে। টিভি ধারাবাহিক ‘পবিত্র রিশতা’-র হাত ধরেই বলিউডে প্রবেশ সুশান্তের। ‘কাই পো ছে’ সিনেমার সূত্রেই বি-টাউনে পরিচিত নাম হয়ে ওঠেন তিনি। এর পর বেশ কয়েকটি ছবিতে মারাকাটারি অভিনয় করে খুব অল্পদিনেই অনুরাগী মহলে জায়গা করে নেন সুশান্ত সিং রাজপুত।
আসন্ন ছবি ‘দিল বেচারা’-র মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের সঙ্গে এই ছবিতে নায়িকর ভূমিকায় ডেবিউ করেছেন সঞ্জনা সঙ্ঘী। নিজের যোগ্যতায় বলিউডে মাটি তৈরি করেছেন। সঙ্গে রয়েছে প্রতিভা, এমন অভিনেতার মৃত্যু সত্যিই অপূরণীয় ক্ষতির শামিল। আরও পড়ুন-Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তদন্তের দাবি হরিয়ানার পদস্থ পুলিশকর্তার, কিন্তু কেন?
শ্যালকের মৃত্যু সন্দেহজনক। তাই নিজে থেকেই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ভগ্নিপোত ওপি সিং। তিনি হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিজিপি। এই মুহূর্তে হরিয়ানার মুখ্যমন্ত্রীর সচিবালয়ে বিশেষ অফিসারের দায়িত্বে রয়েছেন তিনি। রবিবার মুম্বইয়ের বান্দ্রায় নিজের আবাসনেই বছ ৩৪-এর অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর বোন চণ্ডীগড়ে থাকেন। দাদার আত্মহননের খবর পেয়েই তিনি মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি বলেন, অভিনেতার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিই নয়, সমাজের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।