Sunny Deol: ব্যাঙ্ক ঋণ শোধ করেননি সানি, টাকা আদায়ে অভিনেতার বাংলো নিলাম
আজ ২০ অগাস্ট ব্যাঙ্ক অফ বরোদার তরফে বাংলো নিলামের বিজ্ঞাপনটি সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপন অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর নিলামের দিন নির্ধারিত হয়েছে।
মুম্বই, ২০ অগাস্টঃ প্রেক্ষাগৃহে 'গদর ২'এর ম্যাজিক। তারা সিং এবং সাকিনার প্রেমকাহিনী ২২ বছর পরেও দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করছে। ছবি দেখতে উপচে পড়ছে দর্শকের ভিড়।অতি অনায়াসেই বলা বলে, সানি দেওল এবং আমিশা প্যাটেলের (Ameesha Patel) কেরিয়ারের সর্বাধিক হিট ছবি 'গদর ২' (Gadar 2)। তবে ছবির আকাশছোঁয়া সাফল্যের মাঝেই বিপাকে অভিনেতা (Sunny Deol)। মোটা অঙ্কের ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন ধর্মেন্দ্র পুত্র। ঋণের অর্থ আদায় করতে ব্যাঙ্ক সানির জুহু মুম্বইয়ের (Mumbai) একটি বাংলো নিমাল করতে চলেছে। অভিনেতার সম্পত্তি নিলামের জন্যে বিজ্ঞাপন দিয়েছে ব্যাঙ্ক ও বরোদা (Bank of Baroda)।
জানা যাচ্ছে, ব্যাঙ্ক থেকে ৫৬ কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলিউড অভিনেতা সানি দেওল (Sunny Deol)। বদলে নিজের জুহু মুম্বইয়ের একটি বাংলো, যার নাম সানি ভিলা, তা মরগেজ রেখেছিলেন তিনি। কিন্তু ঋণের টাকা এখনও শোধ করতে পারেননি সানি। তাই ঋণ সহ সুদের টাকা আদায় করতে অভিনেতার মরগেজ রাখা বাংলোটি নিলামের ব্যবস্থা করেছে ব্যাঙ্ক।
আজ ২০ অগাস্ট ব্যাঙ্ক অফ বরোদার তরফে বাংলো নিলামের বিজ্ঞাপনটি সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপন অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর নিলামের দিন নির্ধারিত হয়েছে। জুহু এলাকায় ৫৯৯.৪৪ বর্গ মিটার জায়গা জুড়ে অবস্থিত সানি বাংলো। অভিনেতার সম্পত্তির রিজার্ভ প্রাইজ রাখা হয়েছে ৫১.৪৩ কোটি টাকা।
ঋণের দায়ে বাংলো নিমালের প্রসঙ্গে সানি দেওলের (Sunny Deol) প্রতিনিধি জানিয়েছেন, এই সমস্যা সমাধানের জন্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে বলেই আশা রাখছেন তাঁরা। তিনি মিডিয়া এবং অনুরাগীদের কাছে অনুরোধ করেছেন এই বিষয়ে কোন জলঘলা না করতে।