Suhana Khan: বহু নারীতে আসক্ত পুরুষে ঘৃণা, কী বললেন সুহানা খান

দ্য আর্চিজ-এর প্রমোশনে এভাবেই মনের কথা তুলে ধরেন সুহানা খান। শাহরুখ কন্যার সঙ্গে দ্য আর্চিজের ভেরোনিকার কতটা তফাৎ! এমন প্রশ্ন করা হলে, সুহানা মনের কথা তুলে ধরেন। সেখানেই তিনি জানান, বহু নারীতে আকৃষ্ট হলে, তিনি সেই পুরুষকে কখনও পছন্দ করেন না।

Suhana Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ৩০ অগাস্ট: তাঁর জীবনের বিশেষ মানুষ যদি অন্য নারীতে আসক্ত হন, তাহলে তিনি তাঁকে পরিত্যাগ করবেন। এক মহিলার প্রতি যে পুরুষ আকৃষ্ট, তিনি তাঁকেই পছন্দ করেন। তাঁর সঙ্গেই সম্পর্ক রাখার কথা ভাবেন। দ্য আর্চিজ-এর প্রমোশনে এভাবেই মনের কথা তুলে ধরেন সুহানা খান। শাহরুখ কন্যার সঙ্গে দ্য আর্চিজের ভেরোনিকার কতটা তফাৎ! এমন প্রশ্ন করা হলে, সুহানা মনের কথা তুলে ধরেন। সেখানেই তিনি জানান, বহু নারীতে আকৃষ্ট হলে, তিনি সেই পুরুষকে কখনও পছন্দ করেন না। তাঁর জীবনের বিশেষ মানুষ যদি কখনও এই ধরনের কাজ করেন, তাহলে তাঁকে পরিত্যাগ করতে সময় লাগবে না বলে জানান সুহানা।

প্রসঙ্গত জোয়া আখতারের দ্য আর্চিজ দিয়ে বলিউডে পা রাখছেন সুহানা খান। শাহরুখ-কন্য়ার সঙ্গে আর্চিজে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত এবং শ্রীদেবী-কন্যা খুশি কাপুরকেও।