SRK Mannat: নতুনভাবে সেজে উঠতে চলেছে শাহরুখের 'মন্নত', কীসের অপেক্ষায় গৌরী?
বর্তমানে ২৭ হাজার স্কোয়ার ফুটের সম্পত্তি এটি। এই বিলাসবহুল প্রাসাদের মধ্যে রয়েছে প্রাইভেট মুভি থিয়েটর, ফিটনেস সেন্টার, একটি সুইমিং পুল এবং লাইব্রেরি।
নয়াদিল্লিঃ মুম্বই ঘুরতে গিয়ে শাহরুখ খানের(Shah Rukh Khan) 'মন্নত(Mannat)' দর্শন করেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মায়ানগরীর অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে বলিউড(Bollywood) বাদশা শাহরুখ খানের বাড়ি 'মন্নত।' প্রায় ২৪ ঘণ্টাই 'মন্নত'এর সামনে ভিড় করে থাকেন অনুরাগীরা। আর বিশেষ দিনে তো কথাই নেই। লক্ষ লক্ষ অনুরাগী হাজির হন সুমুদ্রের ধারে অবস্থিত এই বাংলোর বাইরে। এ বার আরও বিলাসবহুল হতে চলেছে শাহরুখ- গৌরীর(Gauri Khan) প্রিয় 'মন্নত।' সূত্রের খবর, ছ'তলা ম্যানশনকে আরও আকর্ষণীয় করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি। মন্নতে আরও দু'টি তলা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (MCZMA)-এর কাছে আবেদনপত্র জমা দিয়েছেন গৌরী। কবে থেকে বাড়ির কাজ শুরু হবে তা যদিও এখনও জানা যায়নি। অনুমান আবেদন গৃহীত হলে তবেই মন্নতের কাজ শুরু করতে পারবেন গৌরী। দু'টি ফ্লোর তৈরিতে আনুমানিক ২৫ কোটি টাকা খরচ হতে পারে বলে শোনা যাচ্ছে। শাহরুখ পত্নী গৌরী পেশায় একজন ইন্টিরিওর ডিজাইনার। সুখের ঠিকানাটিকে আরও ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে তাঁর। প্রসঙ্গত, 'মন্নত' তৈরি হয় ১৯১৪ সালে। ১৯৯৭ সালে এই বাংলোর মালিক ছিলেন নরিমান কে. দুবাশ। ২০০১ সালে এই বাংলোটি কিনে নেন শাহরুখ। নাম দেন 'মন্নত।' বর্তমানে ২৭ হাজার স্কোয়ার ফুটের সম্পত্তি এটি। এই বিলাসবহুল প্রাসাদের মধ্যে রয়েছে প্রাইভেট মুভি থিয়েটর, ফিটনেস সেন্টার, একটি সুইমিং পুল এবং লাইব্রেরি।
নতুনভাবে সেজে উঠতে চলেছে শাহরুখের 'মন্নত'