Sonu Sood: চলন্ত ট্রেনের দরজায় ‘বিপজ্জনক’ যাত্রা, রেল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইলেন সনু সুদ

বড় পর্দাতেই এই ধরণের স্টান্ট ভালো লাগে দেখতে কিন্তু বাস্তব জীবনে এই ধরণের স্টান্ট ক্ষতিকারক হতে পারে বলেই সনু সুদকে সাবধান করলেন মুম্বই রেল পুলিশও।

Sonu Sood (Photo Credits: Twitter)

মুম্বই, ৫ জানুয়ারিঃ চলন্ত ট্রেনের দরজার ধারে বসে যাত্রা করছেন বলিউড অভিনেতা সনু সুদ (Sonu Sood)। সম্প্রতি এমনই এক ভিডিয়ো নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন অভিনেতা। তবে দেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্বকে এমন ‘বিপজ্জনক’ কাজ করতে দেখে নিন্দা করেছেন উত্তর রেলওয়ে।

টুইট করে রেল কর্তৃপক্ষ লেখেন, ‘বিশ্বের একজন রোল মডেল আপনি। কোটি কোটি মানুষ আপনাকে অনুসরণ করে। এইভাবে চলন্ত ট্রেনের দরজার যাত্রা করা একেবারেই সুরক্ষিত নয়। আপনার অনুরাগীদের কাছে এই ভিডিয়ো ভুল বার্তা পাঠাচ্ছে। দয়া করে এমন কাজ করবেন না। সুরক্ষিত এবং নিরাপদ যাত্রা করুণ’।

উত্তর রেলওয়ের পর মুম্বই রেলওয়ে পুলিশ কমিশনার অভিনেতাকে এমন বিপদজ্জনক কজের জন্যে সতর্ক করেছেন। বড় পর্দাতেই এই ধরণের স্টান্ট ভালো লাগে দেখতে কিন্তু বাস্তব জীবনে এই ধরণের স্টান্ট ক্ষতিকারক হতে পারে বলেই সনু সুদকে সাবধান করলেন মুম্বই রেল পুলিশও।

রেলের কাছে ক্ষমা চাইলেন সনু সুদঃ 

 

নিজের ভুল উপলব্ধি করে রেল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইলেন সনু সুদ। উত্তর রেলওয়ে টুইটের উত্তরে টুইট করে অভিনেতা লেখেন, ‘ক্ষমা করবেন আমায়। খারাপ বার্তা দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না। আমি কেবল ভাবছি এই ভিডিয়ো দেখে তাঁদের কেমন লাগছে যাদের জীবন এখনও ট্রেনের দরজায় কাটে। আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্যে ভারতীয় রেলকে অনেক ধন্যবাদ’।

 



@endif