Sonakshi Sinha: ঘুষি মারলেন সোনাক্ষী, উলটে পড়লেন কপিল শর্মা, ভাইরাল ভিডিয়ো

কপিল শর্মা বলেন, তিনি যদি সোনাক্ষীর সঙ্গে দেখা করতে যেতেন, তাহলে শত্রুঘ্ন সিনহা বলতেন 'খামোশ'৷ কপিলের ওই কথা শুনে, তাঁকে ঘুষি মেরে দেন সোনাক্ষী৷ অভিনেত্রীর ঘুষি খেয়ে উলটে পড়েন কপিল৷

Sonakshi Sinha, Kapil Sharma (Photo Credit: Sonakshi Sinha, Kapil Sharma/Instagram)

মুম্বই, ১ অক্টোবর: সোনাক্ষী সিনহাকে (Sonakshi Sinha) নিয়ে ভিডিয়ো শেয়ার করলেন কপিল শর্মা (Kapil Sharma)৷ যেখানে কপিল শর্মাকে ঘুষি মারতে দেখা যায় সোনাক্ষীকে৷ কি অবাক লাগছে  শুনে? তাহলে দেখুন এই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি কপিল শর্মার শোয়ে হাজির হন সোনাক্ষী৷ ওই অনুষ্ঠানে হাজির হয়ে সোনাক্ষী যখন নাচতে শুরু করেন, সেখানে হাজির হন কপিল শর্মা৷ তিনি যদি সোনাক্ষীর সঙ্গে দেখা করতে যেতেন, তাহলে শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) বলতেন 'খামোশ'৷ কপিলের ওই কথা শুনে, তাঁকে ঘুষি মেরে দেন সোনাক্ষী৷ অভিনেত্রীর ঘুষি খেয়ে উলটে পড়েন কপিল৷ যদিও পুরোটাই মজার ছলে শ্যুট করা হয়৷

আরও পড়ুন: Cyclone Shaheen: আরব সাগরে শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে 'শাহিন', জারি সতর্কতা

বলিউডে পা রাখার পর থেকে সোনাক্ষী বর্তমানে নিজেকে পালটে ফেলেছেন৷ ওজন ঝরিয়ে এক্কেবারে অন্যরূপে হাজির হয়েছেন অভিনেত্রী৷ কপিল শর্মার শোয়ে যখন হাজির হন সোনাক্ষী, তাঁর সেই নয়া রূপ ফুটে ওঠে ক্যামেরার সামনে৷