Honey Singh's Divorce: গার্হস্থ্য হিংসার অভিযোগ, বিচ্ছেদের পর স্ত্রীকে বিপুল অঙ্কের খোরপোষ দিচ্ছেন হানি সিং

২০২১ সালে শালিনী তলওয়ার স্বামী হানি সিংয়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন। হানি সিং তাঁর উপর শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেন শালিনী। সেই থেকে হানি সিং এবং শালিনী তলওয়ারের বিচ্ছেদের মামলা চলছিল।

Honey Singh (Photo Credit: Instagram)

মুম্বই, ৯ সেপ্টেম্বর: স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পথেই হাঁটলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হানি সিং (Honey Singh)। স্ত্রী শালিনী তলওয়ারের সঙ্গে বিচ্ছেদ বাবদ হানি সিংকে ১ কোটি দিতে হচ্ছে। খোরপোষের জন্যই শালিনীকে ওই বিপুল অর্থ হানি সিংকে দিতে হচ্ছে বলে খবর। প্রসঙ্গত ২০২১ সালে শালিনী তলওয়ার স্বামী হানি সিংয়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন। হানি সিং তাঁর উপর শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেন শালিনী। সেই থেকে হানি সিং এবং শালিনী তলওয়ারের বিচ্ছেদের মামলা চলছিল।

আরও পড়ুন: Video: মায়ের সামনে থেকে শিশুকে অপহরণের চেষ্টা, দেখুন ভয় ছড়ানো ভিডিয়ো

অবশেষে ৮ সেপ্টেম্বর হানি সিং এবং শালিনী তলওয়ার সমঝোতায় আসেন।  আর সেখানেই শালিনী তলওয়ারকে হানি সিং ১ কোটি খোরপোষ দেবেন বলে জানানো হয় আদালতের তরফে।

প্রসঙ্গত বলিউডে করিশ্মা কাপুর থেকে শুরু করে সুজান খান, একের পর এক হাই প্রোফাইল দম্পতির দামি বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। রিপোর্টে প্রকাশ, হৃতিক রোশনের সঙ্গে বিচ্ছেদের পর সুজান খান ১০০ কোটি দাবি করেন।  যা নিয়ে এক সময় জোর গুঞ্জন শুরু হয়।