Arijit Singh Birthday: বাংলার ছেলে 'রাজ' করছেন বলিউডে, দেখে নিন অরিজিৎ সিংয়ের সেরা ১০ গান একনজরে

শুভ জন্মদিন অরিজিৎ সিং (Arijit Singh)। ২০১১ সালে এই 'ফির মহব্বত' গানটি দিয়েই বলি দুনিয়ায় শুরু করেছিলেন কেরিয়ার। বাংলার মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং। আজ দুনিয়া কাঁপাচ্ছেন। অরিজিতের বাবা ছিলেন পাঞ্জাবি এবং মা বাঙালি। ঠাকুমার হাতেই তাঁর গানে হাতেখড়ি, মায়ের কাছেও বেশ কিছু বছর গান শিখেছেন অরিজিৎ। এরপর রাজেন্দ্রপ্রসাদ হাজারির কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন তিনি। তাঁর অনুপ্রেরণাতেই একাধিক রিয়ালিটি শো-তে যোগ দিয়েছেন অরিজিৎ সিং। কিন্তু সেভাবে কোথাওই পুরষ্কার জেতেননি তিনি।

Arijit Singh Songs (Photo Credits: Twitter)

শুভ জন্মদিন অরিজিৎ সিং (Arijit Singh)। ২০১১ সালে এই 'ফির মহব্বত' গানটি দিয়েই বলি দুনিয়ায় শুরু করেছিলেন কেরিয়ার। বাংলার মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং। আজ দুনিয়া কাঁপাচ্ছেন। অরিজিতের বাবা ছিলেন পাঞ্জাবি এবং মা বাঙালি। ঠাকুমার হাতেই তাঁর গানে হাতেখড়ি, মায়ের কাছেও বেশ কিছু বছর গান শিখেছেন অরিজিৎ। এরপর রাজেন্দ্রপ্রসাদ হাজারির কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন তিনি। তাঁর অনুপ্রেরণাতেই একাধিক রিয়ালিটি শো-তে যোগ দিয়েছেন অরিজিৎ সিং। কিন্তু সেভাবে কোথাওই পুরষ্কার জেতেননি তিনি।

সালটা ছিল ২০০৫। অনেক স্বপ্ন নিয়ে স্বপ্নের শহর মুম্বইয়ে পা দিয়েছিলেন অরিজিৎ। প্রাইজ না জিতলেও তবে রিয়ালিটি শো-তে অংশগ্রহণ নেওয়ার জন্য শঙ্কর মহাদেবন, প্রীতম এবং বিশাল-শেখরের সান্নিধ্যে এসেছিলেন তিনি। ২০১১ সালে মুক্তি পায় 'ফির মহব্বত', মিঠুনের সুরে 'মার্ডার-২' ছবির গানটি মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এই গানটির পরই বি-টাউনে 'রাজ' করতে শুরু করেন অরিজিৎ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মিউজিক প্রোডিউসার হওয়ার ইচ্ছে থাকলেও আজ গায়ক হিসেবে মন জয় করেছেন তিনি সকলের। দেখে নেওয়া যাক তাঁর জীবনের সেরা কিছু গান।

২০১১

গানের নাম- ফির মহব্বত

ছবির নাম- মার্ডার ২

সঙ্গীত পরিচালক- মিঠুন২০১২

গানের নাম- দুয়া

ছবির নাম- সাংহাই

সঙ্গীত পরিচালক- বিশাল-শেখর

২০১৩

গানের নাম- মিলনে হ্যা মুঝসে আয়ি

ছবির নাম- আশিকি ২

সঙ্গীত পরিচালক- জিৎ গাঙ্গুলি২০১৪ 

গানের নাম- সুনো না সাঙ্গেমারমার

ছবির নাম- ইয়ঙ্গিস্তান

সঙ্গীত পরিচালক- জিৎ গাঙ্গুলি

২০১৫

গানের নাম- হামারি আধুরি কাহানি

ছবির নাম- হামারি আধুরি কাহানি

সঙ্গীত পরিচালক- জিৎ গাঙ্গুলি

২০১৬

গানের নাম- সানাম রে

ছবির নাম- সানাম রে

সঙ্গীত পরিচালক- মিঠুন

২০১৭

গানের নাম- বিচ বিচ মে

ছবির নাম- জব হরি মেট সজল

সঙ্গীত পরিচালক- প্রীতম

২০১৮

গানের নাম- বিনতে দিল (Binte Dil)

ছবির নাম- পদ্মাবত (Padmaavat)

সঙ্গীত পরিচালক- সঞ্জয় লীলা বনশালী

২০১৯

গানের নাম- বে মাহি

ছবির নাম- কেশরি

সঙ্গীত পরিচালক- অনুরাগ সিং

২০২০ 

গানের নাম- রাখ

ছবির নাম- শুভ মঙ্গল জাদা সাবধান

সঙ্গীত পরিচালক- হিতেশ কেওয়াল্যা