Shehnaaz Gill On Salman Khan: 'সলমন বলেছেন যে আমি...' শেহনাজের মন্তব্য ভাইরাল
শেহনাজ যখন সিদ্ধার্থের মৃত্যু শোকে মুহ্যমান, সেই সময় অভিনেত্রীর পাশে দাঁড়ান সলমন খান । সলমন শেহনাজ গিলকে নিজের ছবি 'কভি ইদ কভি দিওয়ালিতে' 'কাস্ট' করছেন বলে শোনা যায়। এমনকী, সলমনের বাড়ির পার্টিতেও দেখা যায় শেহনাজকে।
মুম্বই, ৯ সেপ্টেম্বর: বিগ বস ১৩-র ঘর থেকে সলমন খানের সঙ্গে পরিচয় শেহনাজ গিলের (Shehnaaz Gill)। বিগ বসের ঘরেই শেহনাজকে 'পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ' বলে সম্মোধন করেন সলমন খান। বিগ বস ১৩ শেষের পর গঙ্গা দিয়ে অনেক জল যেমন গড়িয়েছে, তেমনি জীবনের অন্যতম বড় ধাক্কার মুখে পড়েছেন শেহনাজ গিল। ২০২১ সালে মৃত্যু হল অভিনেতা সিদ্ধার্থ শুক্লর। সিদ্ধার্থের মৃত্যুর পর কার্যত ভেঙে পড়েন শাহনাজ। নিজেকে কীভাবে সামলাবেন, তা বুঝে উঠতে পারেননি। পরে ক্রমশ কাজ শুরু করেন শেহনাজ গিল।
শেহনাজ যখন সিদ্ধার্থের মৃত্যু শোকে মুহ্যমান, সেই সময় অভিনেত্রীর পাশে দাঁড়ান সলমন খান (Salman Khan )। সলমন শেহনাজ গিলকে নিজের ছবি 'কভি ইদ কভি দিওয়ালিতে' 'কাস্ট' করছেন বলে শোনা যায়। এমনকী, সলমনের বাড়ির পার্টিতেও দেখা যায় শেহনাজকে।
সম্প্রতি একটি টক শোয়ে হাজির হন শেহনাজ গিল। সেকানে কথায় কথায় সলমন খানের প্রসঙ্গ উঠলে মুখ খোলেন শেহনাজ। তিনি বলেন, সলমন এমন একজন মানুষ, যিনি সব সময় তাঁকে জীবনে এগিয়ে যাওয়ার কথা বলেন। জীবনে কঠিন পরিশ্রম করলে, তার সাফল্য মেলে। জীবনে কীভাবে এগিয়ে যেতে হবে, সেই শিক্ষা সলমন খান তাঁকে দিয়েছেন বলেও দাবি করেন শেহনাজ গিল। সলমন খানের কাছ থেকে তিনি জীবনে বহু শিক্ষা পেয়েছেন বলেও মন্তব্য করেন শেহনাজ গিল।