Shah Rukh Khan On Pathaan: আসছে 'পাঠান টু'? কী জানালেন শাহরুখ খান

শাহরুখ স্পষ্ট জানিয়ে দেন, সিদ্ধার্থ আনন্দ তাঁকে পাঠানের সিক্যুয়েলের জন্য তাঁকে ডাকলে, তিনি হাজির হবেন। পাঠান-এর সিক্যুয়েলের জন্য তাঁকে পছন্দ করা হলে, তিনি অবশ্যই তা করবেন। এটা তাঁর কাছে গর্বের বিষয় বলেও মন্তব্য করেন শাহরুখ খান।

Pathaan (Photo Credit: Instagram)

মুম্বই, ৩০ জানুয়ারি: পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) যখন পাঠান টু (Pathaan) তৈরি করতে তাঁকে ডাক পাঠাবেন, তিনি করবেন। পাঠানের ব্লকবাস্টার সাফল্যের পর সোমবার এমনই জানালেন শাহরুখ খান (Shah RTukh Khan)। তিনি বলেন, পাঠান এসেছে, হিট হয়েছে, এরপর কী? শাহরুখের প্রশ্নের উত্তরে অনুরাগীরা পাঠান টু বলে চিৎকার করেন। যার উত্তরে সিদ্ধার্থ আনন্দ, পাঠান টু তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। এরপরই শাহরুখ স্পষ্ট জানিয়ে দেন, সিদ্ধার্থ আনন্দ তাঁকে পাঠানের সিক্যুয়েলের জন্য তাঁকে ডাকলে, তিনি হাজির হবেন। পাঠান-এর সিক্যুয়েলের জন্য তাঁকে পছন্দ করা হলে, তিনি অবশ্যই তা করবেন। এটা তাঁর কাছে গর্বের বিষয় বলেও মন্তব্য করেন শাহরুখ খান।

আরও পড়ুন: Shah Rukh Khan Kisses John Abraham: 'পাঠান'-এর আকাশছোঁয়া সাফল্যের পর জনকে চুম্বন শাহরুখের, হেসে ফেললেন দীপিকা, দেখুন

পাঠান মুক্তির আগে শাহরু খান, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) কিংবা জন আব্রাহামরা ক্যামেরার সামনে হাজির হননি। পাঠানের সাফল্যের পর এই প্রথম পাপারাৎজির সামনে হজির হয় টিম পাঠান। সেখানেই পাঠান-এর সিক্যুয়েল নিয়ে মুখ খোলেন কিং খান।