Shah Rukh Khan Injured: নাকে চোট, শ্যুটিংয়ের সেটে গুরুতর জখম শাহরুখ খান

জানা যাচ্ছে, অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ রয়েছেন শাহরুখ খান। চিকিৎসকরা জানিয়েছেন, এসআরকে-র চোট খুব একটা মারাত্মক নয়। অস্ত্রোপচারের পর শাহরুখ খান লস এঞ্জেলস থেকে সোজা মুম্বইতে বাড়িতে হাজির হন।

Photo Credits: Facebook

মুম্বই, ৪ জুলাই: আহত শাহরুখ খান (Shah Rukh kHAN)। মার্কিন মুলুকে ছবির শ্যুটিং করতে গিয়ে আহত হন শাহরুখ খান। তাঁকে লস এঞ্জেলসের একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। সূত্রের খবর, শ্যুটিংয়ের সেটে নাকে চোট পান কিং খান। রিপোর্টে প্রকাশ, চোট লাগতেই শাহরুখ খানের নাক থেকে ঝরঝর করে রক্ত বের হতে শুরু করে।  সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় লস এঞ্জেলসের একটি হাসপাতালে। হাসপাতালে ভর্তির পরপরই শাহরুখ খানের অস্ত্রোপচার করা হয় বলে খবর।

জানা যাচ্ছে, অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ রয়েছেন শাহরুখ খান।  চিকিৎসকরা জানিয়েছেন, এসআরকে-র চোট খুব একটা মারাত্মক নয়। অস্ত্রোপচারের পর শাহরুখ খান লস এঞ্জেলস থেকে সোজা মুম্বইতে বাড়িতে হাজির হন।  আপাতত মন্নতেই বিশ্রামে রয়েছেন কিং খান।  মিলছে এমন খবর।