Shah Rukh Khan Kisses John Abraham: 'পাঠান'-এর আকাশছোঁয়া সাফল্যের পর জনকে চুম্বন শাহরুখের, হেসে ফেললেন দীপিকা, দেখুন
ত ২৫ জানুয়ারি মুক্তি পায় পাঠান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যে তা বিশ্ব জুড়ে ৫০০ কোটির ব্যবসা করে। দেশের বাইরে বিদেশেও হু হু ব্যবসা করছে পাঠান। ফলে বেশ কয়েকটি সিনেমা মুখ থুবড়ে পড়ার পর শাহরুখ খান যেভাবে ব্লকবাস্টার ছবি দিয়ে ফের কামব্যাক করলেন, তা দেখে আপ্লুত তাঁর অসংখ্য অনুরাগী।
মুম্বই, ৩০ জানুয়ারি: পাঠান-এর (Pathaan) দেদার সাফল্যের পর এই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন শাহরুখ খান (Shah Rukh Khan) , দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহাম। পাঠান-এর সাফল্যের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জন আব্রাহামকে ( John Abraham) চুম্বন করলেন শাহরুখ খান। যা দেখে সেখানে হাজির প্রত্যেকে হেসে ফেলেন। সেই সঙ্গে মঞ্চে বসে থাকা দীপিকা পাড়ুকোনও হেসে ফলেন মুহূর্তে। গত ২৫ জানুয়ারি মুক্তি পায় পাঠান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যে তা বিশ্ব জুড়ে ৫০০ কোটির ব্যবসা করে। দেশের বাইরে বিদেশেও হু হু ব্যবসা করছে পাঠান। ফলে বেশ কয়েকটি সিনেমা মুখ থুবড়ে পড়ার পর শাহরুখ খান যেভাবে ব্লকবাস্টার ছবি দিয়ে ফের কামব্যাক করলেন, তা দেখে আপ্লুত তাঁর অসংখ্য অনুরাগী।
আরও পড়ুন: Pathaan Worldwide Box Office Collection Day 5: অপ্রতিরোধ্য পাঠান, ৫ দিনে ৫০০ কোটি পার
দেখুন ভিডিয়ো...
View this post on Instagram
প্রসঙ্গত, পাঠান-এর প্রথম গান বেশরম রং মুক্তি পাওয়ার পর থেকে শুরু হয় বিতর্ক। সেনসরের কোপেও পড়ে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের এই ছবি। সিনেমা মুক্তির পরও বিতর্ক অব্যাহত। কোথাও পাঠানের পোস্টার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, আবার কোথাও, শাহরুখ খানের কুশপুতুল দাহ করা হয়। তবে বিক্ষোভ যেমনই হোক না কেন, পাঠান মুক্তির পর থেকে এক নাগাড়ে ব্যবসা করে যাচ্ছে দেশ জুড়ে এবং বিদেশেও।