Shah Rukh Khan on DU Viral Dance: পাঠানের গানে কলেজের অনুষ্ঠানে ছাত্রী এবং অধ্যাপকদের নাচের যুগলবন্দী, মুখ খুললেন শাহরুখ খান
বাচ্চা থেকে বুড়ো পাঠানের নেশা গ্রাস করেছে সকলকেই। পাঁচ বছর পর পর্দায় ফিরে বক্স অফিসে মাত দিলেন কিং খান। আবারও সকলে বুঝিয়ে দিলেন তিনি বলিউডের বাদশা। বাদশা কেবল নামেই নয়, কাজেও।
একদিকে পাঠানের ঝড়ে উড়ছে বক্স অফিস অন্যদিকে পাঠান (Pathaan) জ্বরে কাবু ভক্তকুল। সদ্য নেটপাড়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়ছে যাতে দেখা যায়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) পড়ুয়া থেকে শুরু করে শিক্ষিকারা পাঠানের ‘ঝুমে জো পাঠান’ (Jhoome Jo Pathaan) গানে কোমর দোলাচ্ছেন। কজেল অনুষ্ঠানে দুই প্রজন্মের এমন মেলবন্ধন দেখে আপ্লূত হলেন স্বয়ং কিং খানও (Shah Rukh Khan)। নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে ভাইরাল ওই ভিডিয়ো শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘কতটা সৌভাগ্যবান তাঁরা এমন শিক্ষকা পেয়েছেন যারা আমাদের শিক্ষা দেওয়ার পাশাপাশি আমাদের সঙ্গে আনন্দও করছেন’। এমনকি তাঁদের ‘এডুকেশনল রকস্টার’ বলেও সম্বোধন করলেন শাহরুখ।
আরও পড়ুনঃ চলচ্চিত্র জগতের ইতিহাসে উজ্জ্বল পাঠান, বক্স অফিসে পার ১ হাজার কোটি টাকা
পাঠানের গানে নাচ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষিকাদেরঃ
বাচ্চা থেকে বুড়ো পাঠানের নেশা গ্রাস করেছে সকলকেই। পাঁচ বছর পর পর্দায় ফিরে বক্স অফিসে মাত দিলেন কিং খান। আবারও সকলে বুঝিয়ে দিলেন তিনি বলিউডের বাদশা। বাদশা কেবল নামেই নয়, কাজেও।
শাহরুখ, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ছবি পাঠান বিশ্বব্যাপী ১০০০ কোটির ব্যবসা পার করে ফেলেছে। মুক্তির ২৭ দিনের মাথায় পাঠান প্রবেশ করেছে এক হাজার কোটির বক্স অফিসে। অতীতে কোন হিন্দি ছবির ব্যবসা এই সংখ্যায় পৌঁছায়নি। কিংবা পৌঁছানোর কথা হয়তো স্বপ্নেও ভাবেনি। কিন্তু পাঠান তা করে দেখালো। হিন্দি চলচ্চিত্র জগতের ইতিহাসে 'পাঠান' প্রথম ছবি যা প্রবেশ করল ১০০০ কোটির বক্স অফিসে (Pathaan Box Office Cross 1000 Crore)।