Pathaan Shirt: বেশরম রং-এ শাহরুখের পরনের শার্ট পেতে পারেন আপনিও, কোথায় পাবেন? কত দাম? জানুন

জনপ্রিয় অনলাইন শপিং অ্যাপে বিক্রি হচ্ছে সেই অবিকল শাহরুখের মত শার্ট। তাও আবার অতি নূন্যতম মূল্যে। খুব সামান্য মূল্য খরচ করেই আপনি পেতে পারবেন হুবহু শাহরুখের মত শার্ট। যা পরে আপনিও হয়ে উঠতে পারবেন পাঠান।

Shah Rukh Khan in Pathaan, Fake Shirt on Online App (Photo Credits: Meesho/Twitter)

মুম্বই, ১৭ জানুয়ারিঃ সামনেই মুক্তি ‘পাঠান’এর (Pathaan)। ভক্তমহল যেন কেবলই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন। ছবির গান ‘বেশরম রং’ (Besharam Rang) নিয়ে সে কী বিতর্ক। বাব রে বাপ। দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে এক প্রকার বিতর্কের ঝড় বয়ে গিয়েছে ‘পাঠান’এর উপর দিয়ে। একদিকে দীপিকার (Deepika Padukone) পোশাক নিয়ে বিতর্ক। অন্যদিকে শাহরুখ (Shah Rukh Khan) যেন আরও হ্যান্ডসম, সেই নিয়ে জোর চর্চা। ‘বেশরম রং’ গানে শাহরুখের পরনের সবুজ প্রিন্টেড শার্টটি নজর কেড়েছে অনেকেরই। অবকিল সেই একই রকম শার্ট (Pathaan Shirt) আপনিও কী পরতে চান? ভাবছেন কোথায় পাবেন? পেতে পারেন অনলাইনে। আগামী ২০ জানুয়ারি থেকে প্রেক্ষাগৃহে পাওয়া যাবে পাঠানের অগ্রিম টিকিট, জানাল যশরাজ ফিল্মস

জনপ্রিয় অনলাইন শপিং অ্যাপে বিক্রি হচ্ছে সেই অবিকল শাহরুখের মত শার্ট। তাও আবার অতি নূন্যতম মূল্যে। মাত্র ৫০০-৬০০ টাকা খরচ করেই আপনি পেতে পারবেন হুবহু শাহরুখের মত শার্ট (Pathaan Shirt)। যা পরে আপনিও হয়ে উঠতে পারবেন পাঠান। কেবল একটি নয় একাধিক অনলাইন শপিং অ্যাপে উপলব্ধ ‘বেশরম রং’ এ শাহরুখের মত শার্ট। কেবল গুগলে সার্চ করুণ। আর অর্ডার করুণ। পরিবারের জন্য ‘পাঠানের’ স্পেশাল স্ক্রিনিং শাহরুখের, দেখুন

জনপ্রিয় পোশাক শিল্পী রিতু কুমারের নকশা করা শার্ট পরে বেশরম রং (Besharam Rang) গানে ধরা দিয়েছিলেন পাঠান। শাহরুখের এই লুক দারুণ প্রশংসিত হয়েছিল ভক্তমহলে। সেই শার্টের (Pathaan Shirt) একেবারে অবিকল নকল শার্ট বিক্রি হচ্ছে একাধিক অনলাইন শপিং অ্যাপে। যা সহজেই যে কেউ নিজের করে নিতে পারবেন।

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পাঠান (Pathaan)। দীর্ঘ পাঁচ বছর পর বড় পর্দায় ফিরছেন কিং খান। শাহরুখ, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) তিন তারকার অ্যাকশনে ভরা জমজমাট ছবির অপেক্ষায় দর্শক।