Sara Ali Khan Hugs Kartik Aaryan: অভিমান ভুলে কাছাকাছি, গদর টু-র সাফল্য পার্টিতে কার্তিককে আলিঙ্গন সারার

গদর টু-র সাফল্য পার্টি থেকে বেরনোর সময়েই গলা জড়িয়ে একে অপরকে বিদায় জানাতে দেখা গিয়েছে সারা আলি খান এবং কার্তিক আরিয়ানকে। মুহূর্তে সেই ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায়। নজর কেড়েছে অনুরাগীদের।

Sara Ali Khan Hugs Kartik Aaryan (Photo Credits: Instagram)

মুম্বই, ৩ সেপ্টেম্বরঃ দূরত্ব ঘুচল সারা আলি খান (Sara Ali Khan) এবং কার্তিক আরিয়ানের (Kartik Aaryan)। গলা জড়িয়ে একে অপরকে পার্টি থেকে বিদায় জানালেন তাঁরা। গতকাল ছিল 'গদর টু'র (Gadar 2) নজির গড়া সাফল্য উদযাপনের পার্টি। পাঠান-এর (Pathaan) পর দ্বিতীয় বলিউড সিনেমা হিসেবে দেশের বক্স অফিসে ৫০০ কোটির ব্যবসার পথে সানি দেওল ও আমিশা প্যাটেলের এই সিনেমা। সেই সাফল্য উদযাপনের পার্টিতে উপস্থিত ছিলেন ৮০ শতাংশ বলিউড। শাহরুখ, আমির, সলমন থেকে শুরু করে কাজল, অজয়, কার্তিক, অনন্যা, সিড, কিয়ারা, কৃতি, সারা ঝাঁকে ঝাঁকে বলি তারকারা উপস্থিত হয়েছিলেন গদর টু-র হাত ধরে বলিউডের এই সাফল্য উৎসবে (Gadar 2 Success Party)।

সেই পার্টি থেকে বেরনোর সময়েই গলা জড়িয়ে একে অপরকে বিদায় জানাতে দেখা গিয়েছে সারা আলি খান এবং কার্তিক আরিয়ানকে (Sara Ali Khan Hugs Kartik Aaryan)।  মুহূর্তে সেই ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায়। নজর কেড়েছে অনুরাগীদের।  পুরনো অভিমান মনেই চাপা থাক। মুখে হাসি রেখে সখ্যতা দেখিয়ে এই আলিঙ্গন সেরেছেন দুজনে। নায়িকার পরনে ছিল গোলাপি রঙের জাম্পস্যুট। আর কার্তিককে দেখা গিয়েছে কালো প্যান্ট এবং বাদামি রঙের ফুলস্লিভ শার্টে।

দেখুন... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

২০২০ সালে লাভ আজ কাল টু (Love Aaj Kal 2) তে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন কার্তিক এবং সারা। সেই ছবি শুটিং চলাকালীনই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। কাছাকাছি এসেছিলেন তাঁরা। যদিও তা বেশিদিন স্থায়ী হয়নি। অল্প দিনের মধ্যেই ছাড়াছাড়ি হয় তাঁদের।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

তার পর থেকে দুজনে একসঙ্গে এই প্রথমবার ক্যামেরাবন্দি হয়েছেন। পার্টি থেকে সারা এবং কৃতি শ্যানন (Kriti Sanon) বেশ খোশমেজাজে বের হতে দেখা যায়। তাঁদের সঙ্গেই ছিলেন কার্তিক (Kartik Aaryan)। বিদায় নেওয়ার সময়ে কৃতিকে আলিঙ্গন করেন সারা। এরপরেই কার্তিককে জড়িয়ে নিজের গাড়িতে উঠে পড়েন সইফ কন্যা।