Pandit Bhajan Sopori Passed Away: প্রয়াত প্রখ্যাত সন্তুর উস্তাদ ও সুরকার পণ্ডিত ভজন সোপোরি

ফের সংগীত জগতের জন্য খারাপ খবর। প্রয়াত হলেন প্রখ্যাত সন্তুর উস্তাদ ও সুরকার পণ্ডিত ভজন সোপোরি (Pandit Bhajan Sopori Passed Away)। তিনি গুরুগ্রামের ফর্টিস হাসপাতালে (Fortis Hospital) চিকিৎসাধীন ছিলেন। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন পণ্ডিত ভজন সোপোরি। কাশ্মীরের সোপোর উপত্যকার বাসিন্দা এই ব্যক্তি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সুফিয়ানা ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন।

Pandit Bhajan Sopori (Photo: IANS)

গুরুগ্রাম, ২ জুন: ফের সংগীত জগতের জন্য খারাপ খবর। প্রয়াত হলেন প্রখ্যাত সন্তুর উস্তাদ (Santoor Maestro) ও সুরকার (Music Composer) পণ্ডিত ভজন সোপোরি (Pandit Bhajan Sopori Passed Away)। তিনি গুরুগ্রামের ফর্টিস হাসপাতালে (Fortis Hospital) চিকিৎসাধীন ছিলেন। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন পণ্ডিত ভজন সোপোরি। কাশ্মীরের সোপোর উপত্যকার বাসিন্দা এই ব্যক্তি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সুফিয়ানা ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন।

১৯৫৩ সালে মাত্র ৫ বছর বয়সে ভজন সোপোরি অভিনয় শুরু করেন। কয়েক দশকের বিস্তৃত ক্যারিয়ারে তিনি মিশর, ইংল্যান্ড, জার্মানির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিনয় করেছিলেন। তিনি ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে পাশ্চাত্য শাস্ত্রীয় সংগীত এবং তাঁর দাদু এসসি সোপোরি এবং বাবা শম্ভু নাথের কাছ থেকে হিন্দুস্তানি শিখেছিলেন। ভজন সোপোরি ওয়াশিংটন ইউনিভার্সিটিতে সংগীত শিক্ষাও নিয়েছেন। আরও পড়ুন: KK Dies: 'তোমায় ভালবাসি বাবা' বাবাকে লিখলেন কেকে-কন্যা

ভারতীয় শাস্ত্রীয় সংগীতে অবদানের জন্য সোপোরি ১৯৯২ সালে সংগীত নাটক আকাদেমি পুরস্কার এবং ২০০৪ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।