Samantha Ruth Prabhu Health Update: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সামান্থা! কী বলছেন নায়িকার মুখপাত্র

Samantha Ruth Prabhu (Photo Credit: Twitter)

বৃহস্পতিবার সকাল থেকেই সংবাদ মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়ে দক্ষিণী তারকা সামান্থা প্রভুর অসুস্থতার খবর (Samantha Ruth Prabhu Health Update)। মায়োসাইটিসে (Myositis) আক্রান্ত হয়েছেন ‘ও আন্তাভা গার্ল’। তাঁকে ভর্তি করা হয়েছে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে। অভিনেত্রীর অসুস্থতার খবর চাওর হতেই দুশ্চিন্তায় পড়েন অনুরাগীরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন ভক্তরা। মাল্টিপল অর্গান ফেলিওর হয় বর্ষীয়ান অভিনেতার, পরিস্থিতি সংকটজনক

তবে সামান্থার (Samantha Ruth Prabhu) শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন তাঁর মুখপাত্র। নায়িকার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারেই ভুয়ো বলে মন্তব্য করেন তিনি। জানান, সামান্থা একেবারে সুস্থ এবং বাড়িতেই রয়েছেন।

গত মাসের শেষেই দক্ষিণী সুন্দরী জানিয়েছিলেন নিজের অসুস্থতার কথা। মায়োসাইটিসে (Myosytis) আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু নভেম্বরের শুরুতে তিনি স্পষ্ট করে দেন, মায়োসাইটিসে আক্রান্ত হলেও তাঁর রোগ কোন বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায়নি। তাই তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরটা কেবলই রটনা।

 

 



@endif