Salman Khan Poses With Fan: সলমনের সঙ্গে দেখা করতে ১১০০ কিমি সাইকেলে চেপে এলেন ভক্ত, সাক্ষাৎ অভিনেতার

সলমন খানের ফ্যান পেজের তরফে যখন অভিনেতার অনুরাগীর সঙ্গে তাঁর ছবি শেয়ার করা হয়, তা দেখে ভালবাসায় ভরিয়ে দেন অনেকে। নিজের অনুরাগীর জন্য সলমন খান যা করেছেন, তা দেখে 'ভাই হো তো অ্যায়সা' বলে মন্তব্য করেন অনেকে।

Salman Khan With His Fan (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ জানুয়ারি: সলমন খানের (Salman Khan) সঙ্গে দেখা করতে ১১০০ কিলোমিটার সাইকেলে চেপে এলেন এক ব্যক্তি। জব্বলপুর থেকে মুম্বইতে সাইকেলে চেপে এলেন সলমন খানের ভক্ত। যে খবর পাওয়ার পরই নিজের অনুরাগীর সঙ্গে দেখা করেন বলিউড ভাইজান। সলমন খানের জন্মদিনেই সমীর জব্বলপুর থেকে মুম্বইতে আসেন অভিনেতার সঙ্গে দেখা করতে। যা শুনে আপ্লুত সলমন খান ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর সঙ্গে ছবিও তোলেন।  সলমন খানের ফ্যান পেজের তরফে যখন অভিনেতার অনুরাগীর সঙ্গে তাঁর ছবি শেয়ার করা হয়, তা দেখে ভালবাসায় ভরিয়ে দেন অনেকে। নিজের অনুরাগীর জন্য সলমন খান যা করেছেন, তা দেখে 'ভাই হো তো অ্যায়সা' বলে মন্তব্য করেন অনেকে।

এদিকে সলমন খান বর্তমানে ব্যস্ত টাইগার থ্রি-র শ্যুটিংয়ে। টাইগারের সিক্যুয়েলে সলমনের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)।

আরও পড়ুন: Ganesh Chaturthi 2022: গণপতি আরাধনায় আরতি করলেন সলমন খান, শেয়ার করলেন ভিডিয়ো

 

View this post on Instagram

 

সম্প্রতি সলমন খানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান ক্যাটরিনা কাইফ। বিয়ের পরও ক্যাটরিনা যে সলমন খানের জন্মদিন ভুলে যাননি, তা স্পষ্ট করে দেন নায়িকা।