Salman Khan Eid Release: ১৩ বছরে প্রথম ঈদে সলমনের ছবির ব্যবসা ধুঁকছে, দেখুন পুর্বের হিসাব

বিগত ১৩ বছরে ঈদে মুক্তি পাওয়া ভাইজানের ছবির প্রথম দিনের ব্যবসা কেমন ছিল?

Kisi Ka Bhai Kisi Ka Jaan Poster (Photo Credits: Twitter)

মুম্বই, ২২ এপ্রিলঃ ঈদ মানেই প্রেক্ষাগৃহে সলমন খানের (Salman Khan) ছবি। প্রতি বছরই ঈদ উপলক্ষ্যে (EID 2023) ভাইজান তাঁর ভক্তদের জন্যে একটি করে ছবি উপহার দেন (Salman Khan Eid Release)। বিগত ১৩ বছর ধরে এই রীতির অন্যথা করেননি অভিনেতা। তবে করোনা (Corona Virus) অতিমারি পরিস্থিতিতে যে ভাবে ভেঙে পড়েছিল বিনোদন ইন্ডাস্ট্রি তাঁর ফলে ছন্দপতন ঘটেছিল ভাইজানের। তবে চলতি বছরের ঈদে আবারও বক্স অফিসে চলছে সলমনের ছবি। ২১ এপ্রিল ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki jaan)।

২০১৯ সালের পর ২০২৩ সালে আবার ঈদে প্রেক্ষাগৃহে সলমনের (Salman Khan) ছবি চলছে। চার বছর পর ঈদের উৎসবের আমেজে ভাইজানের আগমন। ছবির প্রথম দিনের সংগ্রহ কেমন ছিল? ২১ এপ্রিল, ঈদের আগের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। মুক্তির প্রথম দিন ছবির ব্যবসা ১৫ কোটি ৮১ লক্ষ।

তবে ২০১০ সালে দাবাং ছবি দিয়ে সলমন খান তাঁর ভক্তদের ঈদে ছবি উপহার দেওয়া শুরু করেছিলেন। চলুন দেখে নেওয়া যাক বিগত ১৩ বছরে ঈদে মুক্তি পাওয়া ভাইজানের ছবির প্রথম দিনের ব্যবসা কেমন ছিল...

২০১০  - দাবাং - ১৪ কোটি ৫০ লক্ষ

২০১১  -বডিগার্ড - ২১ কোটি ৬০ লক্ষ

২০১২ - এক থা টাইগার - ৩২ কোটি ৯৩ লক্ষ

২০১৪ - কিক - ২৬ কোটি - ৪০ লক্ষ

২০১৫ - বজরঙ্গি ভাইজান - ২৭ কোটি ২৫ লক্ষ

২০১৬ - সুলতান - ৩৬ কোটি ৫৪ লক্ষ

২০১৭ - টিউবলাইট - ২১ কোটি ১৫ লক্ষ

২০১৮ - রেষ থ্রি - ২৯ কোটি ১৭ লক্ষ

২০১৯ - ভারত - ৪২ কোটি ৩০ লক্ষ

২০২৩ - কিসি কা ভাই কিসি কি জান - ১৫ কোটি ৮১ লক্ষ

 

 



@endif