Salman Khan Birthday Special: নতুন বছরে 'ভাইজান'এর কোন কোন ছবি মুক্তি পাচ্ছে?
মুম্বই, ২৬ ডিসেম্বরঃ বলিউডের ভাইজান তিনি। দর্শকমহল থেকে ইন্ডাস্ট্রির ভিতরে সকলের মুখে কেবল একজনই ‘ভাইজান’। আর তিনি হলেন সলমন খান (Salman Khan)। যার একডাকে থমকে যায় ইন্ডাস্ট্রি। ৫৭ বছরে পা রাখতে চলেছেন সলমন খান (Salman Khan Birthday Special)। ২৭ ডিসেম্বর ভাইজানের জন্মদিন। প্রিয় তারকার জন্মদিন নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত ভাইজান ভক্তরা। গিটার হাতে খ্রিষ্টমাসের গান ধরলেন অক্ষয় কুমার, শুনুন
অভিনয় থেকে প্রযোজনা তিনি দাপিয়ে বেরিয়েছেন বলিউডে। নব্বই- এর দশকে একের পর এক হিট ছবি। ‘হাম আপকে হ্যায় কন’ (Hum Aapke Hain Koun), ‘মায়নে পেয়ার কিয়া’ (Maine Pyar Kiya), ‘হুম সাথ সাথ হ্যায়’ (Hum Saath Saath Hain) প্রমুখ আইকনিক ছবিগুলো আজও উজ্জ্বল দর্শকদের মনে। সলমনের ছবি মানেই বক্স অফিসে ১০০ কোটি পার। প্রতি বছর ইদ উপলক্ষ্যে ভাইজান তাঁর দর্শকদের একটি ছবি উপহার দেন। বছর শেষে চলুন দেখে নেওয়া যাক নতুন বছরে সলমন তাঁর ভক্তদের কোন কোন ছবি উপহার দিতে চলেছেন।
১) কিসি কা ভাই কিসি কা জান (Kisi Ka Bhai Kisi Ka Jaan)
২০২৩ এ সলমন অভিনীত ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ মুক্তি পাবে। জানা গিয়েছে, হিন্দু-মুসলিম সৌভ্রাতৃত্বের বার্তা দেবে এই ছবি। সঙ্গে থাকবে হাসির রসদও। ছবিতে সলমনের সঙ্গে কাজ করেছেন পূজা হেগডে, শেহনাজ গিল। ‘বিগ বস’ খ্যাত তারকা শেহনাজ এই ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন। ২০২৩ সালের ইদে মুক্তি পাবে ছবিটি।
২) টাইগার ৩ (Tiger 3)
সলমন এবং ক্যাটরিনা (Katrina Kaif) অভিনীত ‘টাইগার’ ফ্রাঞ্চাইজির ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে আসন্ন বছরের দিওয়ালিতে। ছবির বাড়তি পাওনা ইমরান হাশমি (Emraan Hashmi)।