Salman Khan - Katrina Kaif: ক্যাটরিনার সঙ্গে অভিনয়ে অস্বস্তিতে পড়ে যান সলমন খান? 'এক থা টাইগার'-এর শ্যুটিংয়ে কী হয় দেখুন
২০১০ সালে সলমন খানের সঙ্গে বিচ্ছেদ হয় ক্যাটরিনা কাইফের। ২০১১ সালে একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, তাঁর জীবনের প্রথম 'সিরিয়াস রিলেশনশিপ' সলমন খানের সঙ্গে।
মুম্বই, ৭ মার্চ: 'এক থা টাইগার'-এ অভিনয়ের সময় সলমন খান (Salman Khan) এবং ক্যাটরিনা (Katrina Kaif) একে অপরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে হবে ভেবে অস্বস্তিতে পড়ে যান। এক থা টাইগার-এর শ্যুটিংয়ের আগেই সবে সবে সলমন খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের বিচ্ছেদ হয়। সেই কারণে দুজনে কীভাবে একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন, তা নিয়ে ভাবতে বসেন। তবে ক্যাটরিনা কাইফ প্রথমে এই ছবির জন্য স্বাক্ষর করেন জোয়া-র চরিত্রে। ফলে তাঁর সরে আসার অবকাশ ছিল না। ক্যটারিনার স্বাক্ষরের পর সলমন খানের কাছে যান পরিচালক। বিচ্ছেদের পর সলমন, ক্যাটরিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাইবেন কি না, তা নিয়ে চিন্তায় ছিলেন পরিচালক। তবে কাজের ক্ষেত্রে দুই তারকার কেউ বাদ সাধেননি। দুজনেই ব্যক্তিগত সম্পর্কের বাইরে রেখেছেন কাজের জগতকে। এক থা টাইগার মুক্তির এত বছর পর বিষয়টি নিয়ে সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ে হাজির হয়ে মুখ খোলেন পরিচালক কবীর খান।
আরও পড়ুন: Tiger 3: 'টাইগার ৩' থেকে ১৫০ কোটির উপরে পারিশ্রমিক হাঁকিয়েছেন সলমন, ক্যাটরিনা কত নিচ্ছে জানেন?
প্রসঙ্গত ২০১০ সালে সলমন খানের সঙ্গে বিচ্ছেদ হয় ক্যাটরিনা কাইফের। ২০১১ সালে একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, তাঁর জীবনের প্রথম 'সিরিয়াস রিলেশনশিপ' সলমন খানের সঙ্গে।
প্রসঙ্গত এক থা টাইগারের পর ২০১৭ সালে মুক্তি পায় টাইগার জিন্দা হ্যায়। এরপর ২০২৩ সালে মুক্ত পায় টাইগার থ্রি। সেখানেও ক্যাটরিনার সঙ্গে সলমন খানকেই স্ক্রিন শেয়ার করতে দেখা যায়।