Salim Khan Birthday: গোটা খান পরিবার মিলে উদযাপন করলেন সেলিম খানের ৮৭’তম জন্মদিন, দেখুন সেই ছবি

Salim Khan's 87th Birthday Celebration (Photo Credit: Instagram)

মুম্বই, ২৫ নভেম্বরঃ বলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা প্রযোজক সেলিম খানের জন্মদিনে (Salim Khan Birthday) মেতে উঠেছিল গোটা খান পরিবার। বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ছিল সেলিম খানের ৮৭’তম জন্মদিন। বাবার জন্মদিনে সলমন খান (Salman Khan), আরবাজ খান (Arbaaz Khan), সোহেল খান (Sohail Khan) সহ পরিবারের বাকি সদস্যরা জড়ো হয়েছিলেন একসঙ্গে। সপরিবারে উদযাপন করেছেন সেলিন খানের ৮৭’তম জন্মদিন। নিউজিল্যান্ডে রাম চরণ-কিয়ারার ভোগবিলাস, দেখুন ছবি

বাবার জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি আরবাজ খান (Arbaaz Khan) তুলে ধরেছেন তাঁর ভক্তদের জন্যে। গোটা খান পরিবার একসঙ্গে জড়ো হয়েছে সেলিন খানের জন্মদিন উপলক্ষ্যে। হরেক রকম সুস্বাদু খাবারে সুসজ্জিত ডাইনিং টেবিলের সামনে বসে রয়েছেন সেলিন খান (Salim Khan)। তাঁকে ঘিরে দাঁড়িয়ে গোটা খান পরিবার। মা হেলেন খান, সোহেল খান, অর্পিতা খান শর্মা (Arpita Khan Sharma), সলমন খান (Salman Khan), আরবাজ খান (Arbaaz Khan), আলভীরা খান অগ্নিহোত্রী। ছবিতে রয়েছেন অর্পিতার দুই ছেলে মেয়েও। ভাগ্নিকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মামা সলমন খান।

 

View this post on Instagram

 

A post shared by Arbaaz Khan (@arbaazkhanofficial)

সপরিবারে বাবার জন্মদিন পালনের এই ছবি শেয়ার করে আরবাজ খান লেখেন, “শুভ জন্মদিন বাবা’। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই একে একে তারকারা প্রবীণ অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন। বলি তারকাদের মাঝে টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও (Rituparna Sengupta) দেখা গিয়েছে সেলিম খানকে জন্মদিনের(Salim Khan Birthday) শুভেচ্ছা জানাতে। লিখেছেন, “শুভ জন্মদিন স্যার”।