Saif Ali Khan: 'আমার ৪ সন্তান' বিলাসবহুল বিয়ের কথা শুনলেই ভয় পান সইফ
সইফ বলেন, বড়সড় জাঁকজমক করে বিয়ের কথা শুনলে তাঁর ভয় হয়। করিনার সঙ্গে যখন তাঁর বিয়ে হয়, ওই সময় তাঁরা ঠিক করেছিলেন, পরিবার এবং বন্ধুদের নিয়েই অনুষ্ঠান সারবেন।
মুম্বই, ১৫ সেপ্টেম্বর: 'ভূত পুলিশের' প্রমোশনে কপিল শর্মার (Kapil Sharma) শোয়ে হাজির হন সইফ আলি খান (Saif Ali Khan)। যেখানে সইফের সঙ্গে ইয়ামি গৌতম এবং জ্যাকলিন ফার্নেন্ডেজকেও দেখা যায়। কপিলের শোয়ে হাজির হয়ে লকডাউনের (Lockdwon) মধ্যে ইয়ামি মাত্র ২০ জনের হাজিরায় বিয়ে সারেন বলে জানান। ইয়ামির সেই কথা শুনে পালটা মন্তব্য করেন সইফ আলি খান।
সইফ বলেন, বড়সড় জাঁকজমক করে বিয়ের কথা শুনলে তাঁর ভয় হয়। করিনার (Kareena Kapoor Khan) সঙ্গে যখন তাঁর বিয়ে হয়, ওই সময় তাঁরা ঠিক করেছিলেন, পরিবার এবং বন্ধুদের নিয়েই অনুষ্ঠান সারবেন। তবে কাপুর পরিবারেই কমপক্ষে ২০০ জন রয়েছেন বলে হেসে ফেলেন সইফ আলি খান।
দেখুন কপিল শর্মার শোয়ে হাজির হয়ে কী বললেন সইফ, ইয়ামিরা...
View this post on Instagram
পাশাপাশি তিনি আরও বলেন, তাঁর ৪ সন্তান। তাই বিলাসবহুল বিয়ের আয়োজনের কথা শুনলেই তিনি ভয় পেয়ে যান বলে মন্তব্য করেন সইফ আলি খান।