Ratan Tata Dies: 'সবাই বলছে তুমি চলে গিয়েছ, বিদায় বন্ধু', রতন টাটার মৃত্যুতে লিখলেন বলিউড অভিনেত্রী সিমি
টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পরও রতন টাটা (Ratan Tata) গোটা দেশের মানুষের কাছে কার্যত এক উদাহরণ ছিলেন। জীবনভর বিভিন্ন ধরনের কাজ করলেও, তিনি একাই ছিলেন। রতন টাটা জীবনে কখনও বিয়ে করেননি।
মুম্বই, ১০ অক্টোবর: 'ওঁরা বলছে, তুমি চলে গিয়েছ। যদিও এটা বিশ্বাস করা অত্যন্ত কঠিন যে তুমি আর নেই। খুব কঠিন। বিদায় বন্ধু।' রতন টাটার মৃত্যুর পর এভাবেই কার্যত মনের দিক থেকে ভেঙে পড়লেন সিমি গ্রেওয়াল। রতন টাটার মৃত্যুর পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে এভাবেই শোকবার্তা প্রকাশ করেন সিমি (Simi Grewal)।
টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পরও রতন টাটা (Ratan Tata) গোটা দেশের মানুষের কাছে কার্যত এক উদাহরণ ছিলেন। জীবনভর বিভিন্ন ধরনের কাজ করলেও, তিনি একাই ছিলেন। রতন টাটা জীবনে কখনও বিয়ে করেননি। জানা যায়, জনপ্রিয় সঞ্চালক সিমি গ্রেওয়ালর সঙ্গে এক সময় সম্পর্কে জড়ান রতন টাটা। বেশ কয়েক বছর ডেট করার পর শেষে রতন টাটার সঙ্গে সিমি গ্রেওয়ালের সম্পর্ক ভেঙে যায়। তবে সম্পর্ক ভেঙে গেলেও রতন টাটা এবং সিমি গ্রেওয়াল সারা জীবন একে অপরের খুব ভাল বন্ধু ছিলেন।