Ranbir Kapoor-Alia Bhatt Wedding: বিয়ের পর ক্যামেরার সামনে আলিয়াকে কোলে তুলে নিলেন রণবীর, দেখুন ভিডিয়ো
বিয়ের পর আলিয়াকে কাপুর পরিবারে স্বাগত জানান করিনা কাপুর খান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রণবীর, আলিয়ার ছবি শেয়ার করে নবদম্পতিকে ভালবাসা জানান করিনা কাপুর।
মুম্বই, ১৪ এপ্রিল: কথা ছিল ১৪ এপ্রিল বিয়ের পর সন্ধে সাতটা নাগাদ ক্যামেরার সামনে আসবেন। সেই অনুযায়ী বিয়ের পর সন্ধে সাতটার ঘর থেকে কাটা একটু একটু করে সরতে শুরু করলে, পাপারাৎজির সামনে আসেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। সাতপাকে ঘোরার পর রণবীর (Ranbir Kapoor), আলিয়া (Alia Bhatt) শুধু পাপারাৎজির সামনে এলেন তাই নয়, নববধূকে কোলে তুলে নিয়ে পোজ দিলেন অভিনেতা।
View this post on Instagram
বিয়ের পর রণবীর কোলে তুলে নিয়ে লজ্জায় রাঙা হয়ে যান আলিয়া ভাট। ক্যামেরার সামনে কার্যত চোখ বন্ধ করে রণবীরের কোলে ওঠেন আলিয়া। দেখুন সেই ভিডিয়ো...
View this post on Instagram
এদিকে বিয়ের পর আলিয়াকে কাপুর পরিবারে স্বাগত জানান করিনা কাপুর খান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রণবীর, আলিয়ার ছবি শেয়ার করে নবদম্পতিকে ভালবাসা জানান করিনা কাপুর (Kareena Kapoor Khan)।