Ram Navami 2023 Bollywood Bhakti Geet Playlist: রাম নবমীতে এই ভক্তিগীতি আপনার প্লে-লিস্টে বেজে উঠুক দিনভর
ঈশ্বরের আরাধনায় ভক্তি গীতি মনকে যেন আরও শান্ত করে দেয়। তাই রাম নবমী উপলক্ষ্যে আপনার প্লে-লিস্টে এই গান গুলো বেজে উঠুক দিনভর।
হিন্দু ধর্মে রাম নবমীর বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় এই দিনের রাম অবতারে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং নারায়ণ। শাস্ত্র মেনে চৈত্র মাসের শুক্লাপক্ষের নবম দিনে পালিত হয় রাম নবমী। এই দিনে রাম মন্দির বিশেষ সাজে সাজানো হয়। রামের জন্মের শুভক্ষণে বিশেষ পূজা অর্চনার আয়োজনও করা হয়। আগামী ৩০ মার্চ পালিত হবে রাম নবমী (Ram Navami 2023)।
ভারতীয়দের উৎসব, পুজো পার্বণ মানেই হৈচৈ, আনন্দ উল্লাস আর খাওয়া দাওয়া। হিন্দু শাস্ত্রে রাম নবমীর মাহাত্ম্য সাংঘাতিক। বিভিন্ন রাজ্যে ধুমধাম করে পালিত হয় রাম নবমীর উৎসব (Ram Navami 2023)। শোভাযাত্রা থেকে কুমারী পুজো নানা কিছু আয়োজন করা হয়। উৎসব নিয়ে কথা হচ্ছে আর উৎসবের গান নিয়ে কথা হবে না তা কি করে হয়।
দুর্গা পুজো, কালি পুজো থেকে শুরু করে সরস্বতী পুজো, গণেশ চতুর্থী সকল পুজো পার্বণে পাড়ায় পাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে বেজে ওঠে ভক্তিমূলক গান। ঈশ্বরের আরাধনায় ভক্তি গীতি মনকে যেন আরও শান্ত করে দেয়। তাই রাম নবমী (Ram Navami 2023) উপলক্ষ্যে আপনার প্লে-লিস্টে এই গান গুলো বেজে উঠুক দিনভর।
রাম নবমী উপলক্ষ্যে ভগবান রামের স্মরণে কিছু ভক্তি গীতি, শুনুন...
Rom Rom Mein Basne Wale Ram:
Mangal Bhawan Amangal:
Payoji Maine Ram Ratan Dhan Payo:
Raghupati Raghav Raja Ram:
Jai Shree Ram: