Raksha Bandhan 2023: রাখিতে ভাইয়ের জন্য কান্না, সুশান্তের দিদির পোস্টে কাঁদলেন অসংখ্য অনুরাগী

২০২০ সালের ১৪ জুন ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। সুশান্তের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়। তবে সুশান্তের মৃত্যু রহস্য আজও অধরা।

Sushant Singh Rajput (Photo Credit: Instagram)

মুম্বই, ৩০ অগাস্ট: রাখির দিন ফের আবেগপ্লুত হয়ে পড়লেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কৃতি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্বেতা সিং কৃতি পুরনো ছবি শেয়ার করেন। যেখানে ছোট্ট সুশান্ত থেকে তাঁর বড় হওয়া, দিদিদের কাছে রাখি পরা, পুরনো মুহূর্ত ফুটে ওঠে। ভাই যেন তাঁর আশপাশেই রয়েছেন বলে ভিডিয়োতে মন্তব্য করেন শ্বেতা। যা দেখে আবেগপ্লুত হয়ে পড়েন সুশান্তের অসংখ্য অনুরাগী।

প্রসঙ্গত ২০২০ সালের ১৪ জুন ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। সুশান্তের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়। তবে সুশান্তের মৃত্যু রহস্য আজও অধরা।

 

 

View this post on Instagram

 

সুশান্তের মৃত্যুর পর তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয় মাদক মামলায়। জেলে প্রায় ১ মাস থাকার পর জামিনে মুক্তি পান রিয়া। যা নিয়ে এখনও জল্পনা অব্যাহত।



@endif