Rakhi Sawant: রাখি সাওয়ান্তকে পুলিশের জিজ্ঞাসাবাদ, অভিনেত্রী 'গ্রেফতার' বলে দাবি দাবি শার্লিনের
মি টু-তে অভিযুক্ত সাজিদ খানকে কেন বিগ বসের ঘরে রাখা হয়েছে, তা নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন শার্লিন চোপড়া। সাজিদের সমর্থনে এরপর মাঠে নামতে দেখা যায় রাখি সাওয়ান্তকে। যা নিয়ে দুই অভিনেত্রীর মধ্যে বাদানুবাদ শুরু হয়। যা আদালত পর্যন্ত পৌঁছে যায়।
মুম্বই, ১৯ জানুয়ারি: ফের ঝামেলায় জড়ালেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। এবার শার্লিন চোপড়ার (Sherlyn Chopra) দায়ের করা মামলায় রাখিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মহারাষ্ট্রের আম্বোলি থানার পুলিশের তরফে। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের চাঞ্চল্য ছড়ায়। যদিও শার্লিন চোপড়া নিজের সোশ্যাল হ্যান্ডেলে দাবি করেন, রাখি সাওয়ান্তকে 'গ্রেফতার' করা হয়েছে। নিজের ট্যুইটার হ্যান্ডেলে রাখিকে 'গ্রেফতার' করা হয়েছে বলে দাবি করেন শার্লিন চোপড়া।
মি টু-তে অভিযুক্ত সাজিদ খানকে কেন বিগ বসের ঘরে রাখা হয়েছে, তা নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন শার্লিন চোপড়া। সাজিদের সমর্থনে এরপর মাঠে নামতে দেখা যায় রাখি সাওয়ান্তকে। যা নিয়ে দুই অভিনেত্রীর মধ্যে বাদানুবাদ শুরু হয়। যা আদালত পর্যন্ত পৌঁছে যায়। রাখি সাওয়ান্ত তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করছেন বলে পুলিশের দ্বারস্থ হন শার্লিন চোপড়া।
View this post on Instagram
অন্যদিকে শার্লিন চোপড়ার অভিযোগ দায়েরের পর পালটা পুলিশের দ্বারস্থ হন রাখি সাওয়ান্তও।