Rakhi Sawant Video: বিবাহিত আদিল সম্পর্কে জড়ান একাধিক মহিলার সঙ্গে, রাখির তোপে প্রাক্তন স্বামী

সম্প্রতি সংবাদিকদের মুখোমুখি হন আদিল খান। সেখানে তিনি রাখির বিরুদ্ধে পালটা তোপ দাগেন। রাখির দুবাইয়ের বাড়ি থেকে তাঁর অটো মোবাইলের ব্যবসায় অভিনেত্রীর ইনভেস্টমেন্ট, সবকিছু নিয়ে আক্রমণ করেন আদিল।

Rakhi Sawant (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ অগাস্ট:  প্রাক্তন স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে ফের তোপ দাগলেন রাখি সাওয়ান্ত। আদিল তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। স্ত্রী থাকা সত্ত্বেও, আদিল অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সংবাদমাধ্যমের সামনে আক্রমণ করেন রাখি। শুধু তাই নয়, আদিলের বিবাহ বহির্ভত সম্পর্কের বিষয়ে প্রত্যেকে অবগত। তা সত্ত্বেও আদিল জেল জীবন থেকে ছাড়া পেয়ে এবার ফের তাঁর বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছেন বলে কটাক্ষ করেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি সংবাদিকদের মুখোমুখি হন আদিল খান। সেখানে তিনি রাখির বিরুদ্ধে পালটা তোপ দাগেন। রাখির দুবাইয়ের বাড়ি থেকে তাঁর অটো মোবাইলের ব্যবসায় অভিনেত্রীর ইনভেস্টমেন্ট, সবকিছু নিয়ে আক্রমণ করেন আদিল। যা নিয়ে শোরগোল শুরু হতেই এবার রাখি পালটা তোপ দাগেন তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে।

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত আদিল দাবি করেন, তাঁর সঙ্গে বিবাহিত জীবন কাটানোর মাঝে রাখির প্রথম স্বামী রীতেশের সঙ্গে বিদেশে থেকে এসেছেন। রীতেশ তাঁকে রাখির ভয়েস নোটও দেখান বলে দাবি করেন আদিল খান দুরানি। যা নিয়ে রাখি সাওয়ান্ত এবং আদিল খান দুরানির  মধ্যে বিবাদ অব্যাহত।



@endif