Priyanka Chopra-Nick Jonas New Family Member: প্রথম বিবাহবার্ষিকীর আগেই নতুন সদস্য এল প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের পরিবারে

আর কয়েকটা দিন। ডিসেম্বরের শুরুতেই তাঁদের প্রথম বিবাহবার্ষিকী (Marriage Anniversary)। আর তার আগেই নতুন সদস্য এল প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের (Priyanka Chopra and Nick Jonas) পরিবারে। বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে নিককে এমনটাই চমক দিলেন প্রিয়াঙ্কা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইতিমধ্যেই সেই নতুন সদস্যের ভিডিও শেয়ার করে ফেলেছেন নিক।

প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের পরিবারে নতুন সদস্য

মুম্বই, ২৭ নভেম্বর: আর কয়েকটা দিন। ডিসেম্বরের শুরুতেই তাঁদের প্রথম বিবাহবার্ষিকী (Marriage Anniversary)। আর তার আগেই নতুন সদস্য এল প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের (Priyanka Chopra and Nick Jonas) পরিবারে। বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে নিককে এমনটাই চমক দিলেন প্রিয়াঙ্কা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইতিমধ্যেই সেই নতুন সদস্যের ভিডিও শেয়ার করে ফেলেছেন নিক।

সেই ভিডিওতে দেখা গিয়েছে, ঘুমন্ত নিককে ডেকে তুলছে জিনো (Gino)। অর্থাৎ প্রিয়াঙ্কার প্রিয় পোষ্য। দূরে দাঁড়িয়ে সব দেখছেন প্রিয়াঙ্কা। আধো ঘুমের মধ্যে জিনোর হাজিরা নিককে যে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে তা বলাই বাহুল্য। মুম্বই ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার সময়ই তাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখেন পিগি। গত বছর ২ ডিসেম্বর যোধপুরের বিলাসবহুল উমেদ ভবন প্যালেসে গাঁটছড়া বেঁধেছিলেন নিক-প্রিয়াঙ্কা৷ সেই দিনটাকে আরও স্মরণীয় করে রাখতে এবার নতুন সদস্যকে ঘরে নিয়ে এলেন নিয়াঙ্কা৷ পুঁচকে এই জিনো জার্মান শেফার্ডের পুরুষ বাচ্চা৷ অ্যানিভার্সারির আগে আপাতত জিনোকে নিয়ে দিব্যি কাটছে নিক-প্রিয়াঙ্কার সংসার৷ নিকের সঙ্গে ছেলে জিনোর ছবি শেয়ার করে পিগি লিখেছেন, ‘ব্যাক ইউথ মাই বয়েজ৷’ আরও পড়ুন: Abhishek Bachchan as Bob Biswas: বব বিশ্বাসের চরিত্রে অভিষেক বচ্চন! কেন বাদ পড়লেন শাশ্বত চ্যাটার্জি

 

View this post on Instagram

 

Back with my boys.. 😍welcome home @ginothegerman .. we still love you mostest @diariesofdiana 🐶❤️😍 @nickjonas

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

 

 

View this post on Instagram

 

so much cute in the same frame. 😂🐶❤ happy almost anniversary baby. #repost @nickjonas • Pri came home with the absolute best surprise this morning. Please meet our new pup @ginothegerman I haven’t stopped smiling since I woke up this morning and finally realized what was going on. Thank you @priyankachopra ❤️ 🐕

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

 

সম্প্রতি নিউ ইয়র্ক থেকে মুম্বইতে (Mumbai) আসেন প্রিয়াঙ্কা। মুম্বইতে আসার পর সউকত কাইফির মৃত্যুর খবর পেয়ে শাবানা আজমির সঙ্গে দেখা করতে ছুটে প্রিয়াঙ্কা। শাবানার সঙ্গে দেখা করে মণীশ মালহোত্রার বাড়িতে যান পিগি। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার বাবার মৃত্যুতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হন পিগি চপস।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now