Pathaan: 'নিজের মেয়ের সঙ্গে পাঠান দেখুন', কটাক্ষের সুরে শাহরুখকে বললেন মধ্যপ্রদেশের স্পিকার
বেশরম রং মুক্তির পর মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র তার তীব্র প্রতিবাদ জানান। পাঠানে দীপিকা পাড়ুকোনের বিকিনির রং-সহ শাহরুখ খানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন নরোত্তম মিশ্র। বেশরম রংয়ের কিছু দৃশ্য যদি পালটে ফেলা না হয়, তাহলে এই ছবিকে 'নিষিদ্ধ' করা হোক বলে দাবি জানান মধ্যপ্রদেশের মন্ত্রী।
ভোপাল, ১৯ ডিসেম্বর: 'পাঠান' (Pathaan) নিয়ে এবার ফের তোপ দাগলেন মধ্যপ্রদেশ (Madhya Pradesh) বিধানসভার স্পিকার গীরিশ গৌতম। মধ্যপ্রদেশ বিধানসভার স্পিকার বলেন, শাহরুখ খান নিজের মেয়ের সঙ্গে পাঠান দেখুন। পাঠান দেখে ছবি শেয়ার করে বলুন যে তিনি নিজের মেয়ের সঙ্গে এই সিনেমা দেখেছেন। এসবের পাশাপাশি গীরিশ গৌতম আরও বলেন, 'পয়গম্বর মহম্মদকে নিয়ে এই ধরনের কোনও সিনেমা তৈরি করুন, তারপর দেখুন কী হয়। হলফ করে বলতে পারি, পয়গম্বর মহম্মদকে নিয়ে এই ধরনের কোনও সিনেমা তৈরি করা হলে, গোটা বিশ্ব জুড়ে রক্তের ছাপ দেখা যাবে।' বাক স্বাধীনতার নাম করে পয়গম্বর মহম্মদকে নিয়ে এই ধরনের কোনও ছবি তৈরি করা যাবে না বলে দাবি করেন মধ্যপ্রদেশের বিধানসভার স্পিকার। প্রসঙ্গত, পাঠানের বেশরম রং গানে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) গেরুয়া রংয়ের বিকিনি পরানো হয়েছে। গেরুয়া রং 'সনাতনী হিন্দুদের' প্রতীক। তাই কেন এই রংয়ের বিকিনি দীপিকাকে পরানো হল, তা নিয়ে প্রশ্ন তোলেন গীরিশ গৌতম।
প্রসঙ্গত বেশরম রং (Besharam Rang)মুক্তির পর মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র তার তীব্র প্রতিবাদ জানান। পাঠানে দীপিকা পাড়ুকোনের বিকিনির রং-সহ শাহরুখ খানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন নরোত্তম মিশ্র। বেশরম রংয়ের কিছু দৃশ্য যদি পালটে ফেলা না হয়, তাহলে এই ছবিকে 'নিষিদ্ধ' করা হোক বলে দাবি জানান মধ্যপ্রদেশের মন্ত্রী।
যদিও বেশরম রং নিয়ে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের পোস্টার পোড়ানো হলেও, এ বিষয়ে পালটা কোনও মন্তব্য বলিউডের এই দুই তারকা করেননি।