Shah Rukh Khan Hosts Private Screening For Pathaan: পরিবারের জন্য 'পাঠানের' স্পেশাল স্ক্রিনিং শাহরুখের, দেখুন

পাঠান মুক্তির আগে ছবির স্পেশাল স্ক্রিনিং করালেন শাহরুখ। নিজের পরিবারের জন্য পাঠানের স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেন কিং খান।

Shah Rukh Khan (Photo Credit: Yogen Shah)

মুম্বই, ১৭ জানুয়ারি: বেশ কয়েক বছর পর বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। যশরাজ ফিল্মসের ব্যানারে পাঠান-এর হাত ধরেই বড় পর্দায় ফের ধামাকা করতে আসছেন শাহরুখ খান। পাঠানের প্রথম গান বেশরম রং মুক্তির পর যতই বিতর্ক হোক না কেন, এই ছবি নিয়ে উত্তাল প্রায় গোটা দেশ। পাঠান মুক্তির আগে ছবির স্পেশাল স্ক্রিনিং করালেন শাহরুখ। নিজের পরিবারের জন্য পাঠানের স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেন কিং খান। সম্প্রতি গৌরী খান (Gauri Khan), সুহানা খান (Suhana Khan) এবং আরিয়ান খানকে (Aryan Khan) দেখা যায় পাঠানের স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হতে। যশরাজ স্টুডিয়োতেই পাঠান-এর স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়।

 

 

View this post on Instagram

 

শাহরুখ নিজেও হাজির হন যশরাজ ফিল্মসের বিশেষ ব্যবস্থাপনায়। শাহরুখ খানকে হাজির হতে দেখা যায় দিদি শেহনাজ খান এবং শাশুড়ি মা সবিতা ছিবারের সঙ্গে। অর্থাৎ গোটা পরিবারের সঙ্গে শাহরুখ খা হাজির হন পাঠান-এর স্পেশাল স্ক্রিনিংয়ে।

আরও পড়ুন: Boycott Pathaan Trends In Twitter: 'বেশরম রং' নিয়ে প্রবল আপত্তি, 'পাঠান' বয়কটের ডাক নেটিজেনদের একাংশের, দেখুন

পাঠান-এ শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম।