Pathaan Controversy: বিজেপি সমর্থকদের পর এবার মুসলিম সংগঠনের রোষানলে ‘পাঠান’

Pathaan Poster (Photo Credit: Twitter)

ছবি মুক্তির আগেই একের পর এক বিতর্কের ঝড়। ‘পাঠান’এর গান ‘বেশরম রং’ (Pathaan Song Besharam Rang)) মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে ছবি নিয়ে জল ঘোলা (Pathaan Controversy)। গানের দৃশ্য অশ্লীল, কুরুচিকর, যা ভারতীয় সনাতন সংস্কৃতিকে ধ্বংস করছে। এমন অভিযোগ তুলতে থাকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের বিজেপি সমর্থকেরা। দীপিকার (Deepika Padukone) ‘গেরুয়া’ বিকিনি নিয়েও প্রতীবাদে সরব হয়েছেন হিন্দু সংগঠনগুলো। ‘পাঠান’ মুক্তি নিষিদ্ধের ডাকও দিয়েছেন বহু বিজেপি নেতা।  ‘অশ্লীলতা’ ছড়াচ্ছে পাঠান, অভিযোগ দায়ের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের কাছে

হিন্দু সংগঠনের পর এবার মুসলিম সংগঠনগুলো ‘পাঠান’এর বিরুদ্ধে প্রতীবাদে সরব হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম ফেস্টিভ্যাল কমিটির (All India Muslim Festival Committee) রোষানলে পড়েছে শাহরুখ-দীপিকার ছবি। দেশে ছবিটি মুক্তি পেতে দেবে না বলেই হুঙ্কার দেয় তাঁরা। বিতর্কের মাঝেই KIFF 2022-এর মঞ্চে ‘পাঠান’এর ডাক

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্রও (Madhya Pradesh Home Minister Narottam Mishra) জানিয়ে দেয়, সে রাজ্যে ‘পাঠনা’ মুক্তি পাবে কিনা তা তিনি বিচার করবেন। মধ্যপ্রদেশের বহু জেলায় ‘পাঠান’এর প্রতীবাদে জ্বলেছে শাহরুখ এবং দীপিকার কুশপুতুল। পাঠান নিয়ে প্রবল বিক্ষোভ, ইন্দোরে পুড়ছে শাহরুখ, দীপিকার কুশপুতুল

উল্লেখ্য, আগামী বছর ২৫ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। কিন্তু মুক্তির আগে একের পর এক ছবি মুক্তি নিষিদ্ধের ডাক নির্মাতাদের কোন পথে চালিত করে তা দেখার।