Priyanka Chopra: জন্মদিনে মেক্সিকোয় প্রিয়াঙ্কাদের হুল্লোড়, মুহূর্ত ভাগ করলেন পরিণীতি
প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনের ছবিতে বাজি পোড়াতে দেখে কটাক্ষ করেন অনেকে। দীপাবলিতে বাজি পুড়লে প্রিয়াঙ্কার শ্বাসকষ্ট হয় কিন্তু জন্মদিনে নয়। এমনকী, পিগির বিয়ের আসরেও প্রচুর বাজি পোড়ানো হয়। তাতেও নায়িকার কোনও কষ্ট হয়নি বলে কটাক্ষ করেন অনেকে।
দিল্লি, ২৪ জুলাই: প্রিয়াঙ্কা চোপড়া এবা(Priyanka Chopra) র ৪০-এ পড়লেন। প্রিয়াঙ্কার ৪০-এর জন্মদিনে মেক্সিকো পাড়ি দেন নিক জোনাস, পরিণীতি চোপড়া, মধু চোপড়ারা। মেক্সিকোতেই পালন করা হয় অভিনেত্রীর জীবনের বিশেষ দিন। যেখানে প্রিয়াঙ্কার কোলে দেখা যায় ছোট্ট মালতীকেও। প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনের একের পর এক ছবি যখন ভাইরাল হতে শুরু করে, সেই সময় পরিণীতি চোপড়া শেয়ার করলেন আরও কয়েক ঝলক। যেখানে পরিণীতি চোপড়াকে প্রিয়াঙ্কা, নিকদের (Nick Jonas) সঙ্গে দেখা যায় বিভিন্ন মুডে। পরিণীতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করতেই, প্রিয়াঙ্কার অসংখ্য অনুরাগী আপ্লুত হয়ে যান। দেখুন সেই ছবি...
View this post on Instagram
প্রসঙ্গত প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনের ছবিতে বাজি পোড়াতে দেখে কটাক্ষ করেন অনেকে। দীপাবলিতে বাজি পুড়লে প্রিয়াঙ্কার শ্বাসকষ্ট হয় কিন্তু জন্মদিনে নয়। এমনকী, পিগির বিয়ের আসরেও প্রচুর বাজি পোড়ানো হয়। তাতেও নায়িকার কোনও কষ্ট হয়নি বলে কটাক্ষ করেন অনেকে।
আরও পড়ুন: Monkeypox: কেরলের পর দিল্লিতে ধরা পড়ল মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ, বাড়ছে আতঙ্ক
যদিও শত কটাক্ষের মাঝে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করতে দেখা যায়নি প্রিয়াঙ্কা চোপড়াকে।