Pankaj Tripathi's Brother-In-Law Killed: বিহার থেকে কলকাতায় যাওয়ার পথে দুর্ঘটনা, ধানবাদে রাস্তায় মৃত্যু পঙ্কজ ত্রিপাঠীর জামাইবাবুর
দুর্ঘটনার পর সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, এক মহিলার রাস্তা পারাপারের সময় তাঁতে রক্ষা করতে গিয়ে ব্রেক কষেন রাজেশ তিওয়ারি। তার জেরে গাড়ি হুড়মুড়িয়ে গিয়ে ধাক্কা দেয় ডিভাইডারে। দুর্ঘটনাস্থলেই রাজেশ তিওয়ারির মৃত্যু হয়।
ধানবাদ, ২২ এপ্রিল: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) জামাইবাবুর। পঙ্কজ ত্রিপাঠীর দিদি সবিতা তিওয়ারি এবং তাঁর স্বামী রাজেশ তিওয়ারি বিহারের (Bihar) গোপালগঞ্জ থেকে কলকাতায় (Kolkata) যাচ্ছিলেন। কলকাতায় যওয়ার পথে ধানবাদে জাতীয় সড়কে পথ দুর্ঘটনার মুখে পড়ে তিওয়ারিদের গাড়ি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশ তিওয়ারির। অন্যদিকে পঙ্কজ তিওয়ারির দিদি সবিতার অবস্থাও আশঙ্কাজনক। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে খবর।
দুর্ঘটনার পর সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, এক মহিলার রাস্তা পারাপারের সময় তাঁতে রক্ষা করতে গিয়ে ব্রেক কষেন রাজেশ তিওয়ারি। তার জেরে গাড়ি হুড়মুড়িয়ে গিয়ে ধাক্কা দেয় ডিভাইডারে। দুর্ঘটনাস্থলেই রাজেশ তিওয়ারির মৃত্যু হয়।
ধানবাদের শহিদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে সবিতা তিওয়ারির চিকিৎসা চলছে। তাঁর মাথায় গুরুতর চোট লেগেছে বলে চিকিৎসকরা জানান।