Akshay Kumar's OMG 2 Trailer: প্রকাশ্যে অক্ষয় কুমারের 'ও মাই গড টু'-এর ট্রেলার, পঙ্কজ ত্রিপাঠীও মন কাড়লেন

পঙ্কজ ত্রিপাঠী এবং অক্ষয় কুমারের সঙ্গে এই ছবিতে রয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। যাঁকেও একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাচ্ছে। প্রথম ঝলকে অক্ষয় কুমারের ও মাই গড টু-এর ট্রেলাক দর্শকদের একাংশের মন কেড়েছে।

Pankaj Tripathi, Akshay Kumar ([Photo Credit: Youtube)

মুম্বই, ৩ অগাস্ট: প্রকাশ্যে এল ও মাই গড টু-এর ট্রেলার। যেখানে অক্ষয় কুমারকে শিব ভক্ত বা শিবের বার্তাবহ হিসেবে  চিত্রিত করা হয়েছে। ট্রেলারে  দেখা যাচ্ছে, শিবভক্ত পঙ্কজ ত্রিপাঠী নিজের ছেলের শিক্ষার জন্য লড়ছেন। যাঁর পাশে এসে দাঁড়ান শিবের বার্তাবহ অক্ষয় কুমার। অশ্লীল কীর্তির জন্য যখন পঙ্কজ ত্রিপাঠীর ছেলে স্কুল থেকে বের করে দেওয়া হয়, তখন বিপাকে পড়েন তিনি। শিবের কাছে মাথা ঠুকে যখন পঙ্কজ এর প্রতিকার চাইছেন, সেই সময় তাঁর পাশে এসে দাঁড়ান অক্ষয় কুমার।

পঙ্কজ ত্রিপাঠী এবং অক্ষয় কুমারের সঙ্গে এই ছবিতে রয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। যাঁকেও একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাচ্ছে। প্রথম ঝলকে অক্ষয় কুমারের ও মাই গড টু-এর ট্রেলাক দর্শকদের একাংশের মন কেড়েছে।

আগামী ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠীর এই সিনেমা।



@endif