Mufasa The Lion King: মুফাসার গর্জন নিয়ে ফিরছেন শাহরুখ, আরিয়ানের পর এবার চমক খুদে আব্রামের
সোমবার সকালেই প্রকাশ্যে এসেছে 'মুফাসা: দ্য লায়ন কিং'এর হিন্দি ডাবিং করা ট্রেলার। মুসাফার কণ্ঠে শোনা গিয়েছে কিং খানের গলা, সিম্বাকে কণ্ঠ দিয়েছেন আরিয়ান। আর দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ছোট মুসাফার নেপথ্যে আব্রামের কণ্ঠ।
মুম্বই, ১২ অগাস্টঃ বছর শেষে মুক্তি পেতে চলেছে 'মুফাসা: দ্য লায়ন কিং' (Mufasa: The Lion King)। আর হলিউডের এই ছবির হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছোট ছেলে আব্রাম খান (AbRam Khan)। ছবির হিন্দি সংস্করণে কণ্ঠ দেবেন শাহরুখ, আরিয়ান সঙ্গে আব্রামও। মাত্র ১১ বছর বয়সেই বাবা এবং দাদার সঙ্গে বড় ব্রেক ছোট্ট আব্রামের। সোমবার সকালেই প্রকাশ্যে এসেছে 'মুফাসা: দ্য লায়ন কিং'এর হিন্দি ডাবিং করা ট্রেলার। আর তা দেখা মাত্রই আনন্দে আটখানা ভক্তকুল। মুসাফার কণ্ঠে শোনা গিয়েছে কিং খানের গলা, সিম্বাকে কণ্ঠ দিয়েছেন আরিয়ান। আর দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ছোট মুসাফার নেপথ্যে আব্রামের কণ্ঠ।
২০১৯ সালে 'দ্য লায়ন কিং' (The Lion King) ছবির হিন্দি ডাবিংয়ে শাহরুখ খানের (Shah Rukh Khan) কণ্ঠ অবাক করেছিল তাঁর ভক্তদের। তাঁদের মত ছিল, জঙ্গলের রাজা মুফাসার নেপথ্য কণ্ঠ যেন ইন্ডাস্ট্রির বাদশা শাহরুখের জন্যেই তৈরি হয়েছে। সেই ছবিতে প্রথমবার সিম্বার চরিত্রে কণ্ঠ দিয়ে নজর কেড়েছিলেন আরিয়ান। এবার তাঁর ভাইয়ের পালা। খুদে মুসাফার গল্প বলবে সে।
আরও পড়ুনঃ লোকার্নো চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে উজ্জ্বল শাহরুখ, পোজ দিলেন অ্যাওয়ার্ড হাতে
বছর শেষে বড় দিনের উপহার হিসাবে প্রেক্ষাগৃহে আসছে 'মুফাসা: দ্য লায়ন কিং' (Mufasa The Lion King)। ছবিটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর। ভারতে ছবিটি ইংরাজির পাশাপাশি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষাতেও মুক্তি পাবে।
দেখুন মুফাসা: দ্য লায়ন কিং-এর হিন্দি ট্রেলার...