Onam 2023: কলাপাতায় সাজানো হরেক পদ, সপরিবারে ওনাম উদযাপন মালাইকার, দেখুন
ওনামের মূল ঐতিহ্যই হল, নতুন ফসল দিয়ে দুই ডজনেরও বেশি নিরামিষ পদের রান্না। কলা পাতায় সাজিয়ে খাওয়া হয় সেই খাবার। নায়িকার খাওয়ার টেবিলও সেজে উঠেছে কলাপাতায়, যার উপর সারি দিয়ে রয়েছে হরেক রকমের পদ।
কেরলের অতি জনপ্রিয় একটি উৎসব হল ওনাম (Onam 2023)। লালিত ফসল কাটার এই উৎসব মালায়ালম ক্যালেন্ডার অনুসারে পালিত হয় চিংগাম মাসে। বলি পাড়াতেও লাগল ওনামের হাওয়া। সপরিবারে এই উৎসবে মেতে উঠেছেন অভিনেত্রী মালাইকা আরোরা (Malaika Arora)। মালায়লি পরিবারের মেয়ে তিনি। তাই স্বাভাবিক ভাবেই ওনাম উদযাপনে মেতে ওঠে তাঁর পরিবার। এই উৎসবের মূল ঐতিহ্যই হল, নতুন ফসল দিয়ে দুই ডজনেরও বেশি নিরামিষ পদের রান্না। কলা পাতায় সাজিয়ে খাওয়া হয় সেই খাবার। নায়িকার খাওয়ার টেবিলও সেজে উঠেছে কলাপাতায়, যার উপর সারি দিয়ে রয়েছে হরেক রকমের পদ।
পরিবারের সঙ্গে আনন্দ, উচ্ছ্বাস আর ঐতিহ্যে মাখা এক সুন্দর ওনাম উৎসব উদযাপনের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন মালিইকা। লিখেছেন, 'শুভ ওনাম। সকলকে ওনামের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি'। ওনাম উপলক্ষ্যে মায়ের হাতের রান্নায় প্রশংসা করে নায়িকা আরও লেখেন, 'মা তুমি বিশ্বের সেরা রাঁধুনি। পরিবার এবং বন্ধুদের রেঁধে খাওয়াতে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো'।
দেখুন মালাইকার ওমাম উদযাপনের ছবি...
চলতি বছরে ২০ অগাস্ট থেকে শুরু হয়েছে ওনাম উৎসব। যা চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। উৎসবের এই কয়েকদিন সেজে ওঠে দক্ষিণের স্বর্গসুন্দর রাজ্য কেরল (Kerala)। প্রচলিত রয়েছে, ওনামের দিনে রাজা মহাবলি পাতাললোক তাঁর সমস্ত প্রজাদের সঙ্গে দেখা করতে মর্তে আসেন। রাজার আগমনের আনন্দে রাজ্য জুড়ে পালিত হয় ওনাম।