Madras HC Orders Notice To AR Rahman: সুরকার এ আর রহমানের বিরুদ্ধে ৩ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ, নোটিশ পাঠালো মাদ্রাজ হাইকোর্ট
কর ফাঁকির অভিযোগ অভিযুক্ত সুরকার এ আর রহমান। তাঁর চ্যারিটেবল ট্রাস্ট থেকে ৩ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠে আসে। আয়কর বিভাগ মাদ্রাজ হাইকোর্টে যায় এবং এ আর রহমানের নামে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি টি এস শিভাগনানাম এবং বিচারপতি ভি ভবানী সুব্বারোয়ান বিশিষ্ট শিল্পীর বিরুদ্ধে নোটিশ জারি করেন।
কর ফাঁকির (Tax Evasion) অভিযোগ অভিযুক্ত সুরকার এ আর রহমান (AR Rahman)। তাঁর চ্যারিটেবল ট্রাস্ট থেকে ৩ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠে আসে। আয়কর বিভাগ মাদ্রাজ হাইকোর্টে যায় এবং এ আর রহমানের নামে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি টি এস শিভাগনানাম এবং বিচারপতি ভি ভবানী সুব্বারোয়ান বিশিষ্ট শিল্পীর বিরুদ্ধে নোটিশ জারি করেন।
এর আগে, ফেব্রুয়ারিতে মাদ্রাজ হাইকোর্ট কমিশন কর্তৃক জিএসটি কর এবং কেন্দ্রীয় আবগারি (সিই) কমিশনার কর্তৃক প্রদত্ত আদেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল এবং এআর রহমানকে ৬.৭৯ কোটি টাকা বকেয়া হিসাবে এবং অতিরিক্ত হিসাবে ৬.৭৯ কোটি টাকা প্রদানের জরিমানা চেয়েছিল। শিল্পী সুর রচনার জন্য যে অর্থ টেলিকম সংস্থা (লেবার মোবাইল) দিয়েছিল, তার পুরোটাই তাঁর পরিচালিত সংস্থায় স্থানান্তরিত করা হয়েছিল। আরও পড়ুন, সুশান্ত মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তী-সহ অভিযুক্ত ৫ জনের জামিনের আবেদন খারিজ করল মুম্বই স্পেশাল কোর্ট
তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র পরামর্শক টিআর সেন্টিল কুমারের মতে, আয়কর, যা করযোগ্য, কেবলমাত্র ট্যাক্স ছাড়ের পরে ট্রাস্টে স্থানান্তরিত করা যেতে পারে এবং যে ট্যাক্স দিতে হবে তা ট্রাস্টের আয়ের অধীনে স্থানান্তর করা যায় না। এ আর রহমান ফাউন্ডেশন ২০০৯ সালে এআর রহমান এবং তাঁর পরিবার প্রতিষ্ঠিত একটি নন-প্রফিট সংস্থা। ফাউন্ডেশনটির উদ্দেশ্য সংগীত, শিক্ষার মাধ্যমে প্রত্যেকের, বিশেষত যারা এই সুবিধা থেকে বঞ্চিত তাদের জন্য সুযোগ তৈরি করা।