Laapataa Ladies: কিরণের 'স্বপ্ন' পূরণ, অস্কারের মঞ্চে জায়গা করে নিল 'লাপাতা লেডিস'

সম্প্রতি, সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক কিরণ জানিয়েছিলেন, তাঁর ছবি অস্কারে যাবে এটা তাঁর অন্যতম স্বপ্ন। এ বার কিরণের সেই স্বপ্নই পূরণ হতে চলেছে বলা যায়।

Laapataa-Ladies on Netflix Photo Credit: Instagram@Netflix India

এ বার (Oscar 2025) মঞ্চে কিরণ রাও(Kiran Rao) পরিচালিত 'লাপাতা লেডিস( Laapataa Ladies)।' ২০২৫ সালে 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ড' নমিনেশনে ভারত থেকে প্রথম ছবি হিসাবে নাম ঘোষণা করা হয়েছে এই ছবির নাম। ২৯ টি সেরা ছবির মধ্যে জায়গা করে নিয়েছে কিরণের এই বিখ্যাত ছবি। কোন ছবি অস্কারের দৌড়ে অংশ নেবে তা ঠিক করে 'ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া।' আর এবার 'লাপাতা লেডিস' কে বেছে নিয়েছে তারাই। চলতি বছরে বলিউডে(Bollywood) ব্যাপক সাড়া ফেলেছিল কিরণ রাও পরিচালিত এই ছবি। দর্শকের মনে এক কথায় দাগ কেটেছিল দীপক-ফুলের মিষ্টি প্রেমের গল্প। কমেডি এবং রোম্যান্টিক গল্পের মোড়কে সমাজের বাস্তব রূপকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবির মাধ্যমে। শুধু ভারতেই নয়, পাশাপাশি বিদেশেও লক্ষ্মীলাভ করেছে এই সিনেমা। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও ঝড় তোলে এই ছবি। এক কথায় দিকে দিকে প্রশংসা কুড়িয়ে নিয়েছে কিরণ রাও অ্যান্ড টিম। এমনকী সুপ্রিম কোর্টেও বিশেষভাবে দেখানো হয় এই ছবি। সম্প্রতি, সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক কিরণ জানিয়েছিলেন, তাঁর ছবি অস্কারে যাবে এটা তাঁর অন্যতম স্বপ্ন। এ বার কিরণের সেই স্বপ্নই পূরণ হতে চলেছে বলা যায়।

অস্কারের মঞ্চে জায়গা করে নিল 'লাপাতা লেডিস'